জনাব জাফর ইকবাল স্যারের নিকট অনুরোধ জানাচ্ছি। আপনি সরকারের নিকট একটি প্রস্তাব দিন শিক্ষার্থীদের নিকট যেন মোবাইল না থাকে আর পড়াশোনার সময়ে যেন রাস্তায় এদিক সেদিক ঘুরাফেরা না করে পড়ার টেবিলে থাকে। সাথে সাথে অপর একটি অনুরোধ জানাচ্ছি দেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোচিং ও প্রাইভেট সিস্টেম সম্পুর্ন বন্ধ হয়ে যায়। আর বই প্রকাশকরা নোট গাইড প্রকাশ করতে না পারে তজ্জন্য কঠোর আইন করা।