মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Salim Ullah, ০৭ ফেব্রুয়ারি, ২০২৩
এই মিলন সাহেব যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখন এস,এস,সি পরীক্ষায় নকল ধরার জন্য হেলিকপ্টার ব্যবহার করেছিলেন। কিন্তু মন্ত্রী জনাব ওসমান ফারুক সাহেব ব্যাপারটাকে অতিরঞ্জিত মনে করে হেলিকপ্টারের জ্বালানী খরচ দিতে অস্বীকার করেছিল। অথচ বিসিএস থেকে শুরু করে সকল নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস থেকে শুরু করে সকল দুর্নীতি হত। তাই এদের কথা এমনই হবে।
মোঃ হাবিবুল্লাহ, ০৭ ফেব্রুয়ারি, ২০২৩
ফসিল বা জীবাশ্ম বা জীবের কংকাল নিয়ে ল্যাবরটরিতে গবেষণা করা আর বির্বতনের মাধ্যমে মানুষের সৃষ্টি এই বিশ্বাস করা কি সমান? আলেমগন শুধু এ অংশটুকু নয় সার্বিক বিবেচনায় নিয়ে কথা বলছেন। ইসলাম, আল্লাহ , নবী রাসুল (সঃ), সাহাবায়ে কেরাম সম্পর্কে মুসলিম শিক্ষার্থী কতটুকু শিখবে এই পাঠ্যপুস্তক থেকে? ইসলামী সাংস্কৃতি সংক্ষিপ্ত করে অন্য সংস্কৃতি পাতায় পাতায়। অথচ আপনাদের মত মুসলিম নামধারী লোকেরাই কর্ম কর্তা।আমার মনে হয় শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী আগে দেখতে পেলে এমনটি হতে দিতেন না। মনে রাখবেন আল্লাহ মহাবিজ্ঞানী আর ইসলামে বিজ্ঞান রয়েছে, অবৈজ্ঞানিক কিছু ইসলাম সমর্থন করে না।
Urmi Sarker, ০৭ ফেব্রুয়ারি, ২০২৩
আল কুরআন হলো হিকমাহ অর্থাৎ বিজ্ঞানময়।সুতরাং, বিজ্ঞান ও ইসলাম সাংঘর্ষিক নয়।দয়া করে এদুটো কে মুখোমুখি দাড় করাবেন না।