মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
ইডেন কলেজে প্রকাশ্যে ছাত্রী নির্যাতনের রেশ কাটতে না কাটতে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামি বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল ছাত্রীনেত্রী কর্তৃক বিভৎস লোমহর্ষক এক ন্যাকারজনক ঘটনা। ইডেন কলেজে সংঘটিত ঘটনার যদি যথোপযুক্ত বিচার হতো, তাহলে ইসলামি বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ন্যাকারজনক ঘটনার পুনরাবৃত্তি হতো না। কথায় বলে, নারীরা নাকি অবলা, এই অবলা নারীরা যদি এত হিংস্র হয়, তাহলে অদূরভবিষ্যতে সাধারণ নারীরা নিরাপত্তার খাতিরে লেখাপড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। যার পরিপ্রেক্ষিতে সরকারের সমস্ত অর্জন বুমেরাং হয়ে যাবে। এই ব্যাপারে নারীবাদীদের কোন সঠিক ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। অসহায় নারীদের পক্ষে সোচ্চার হওয়ার জন্য এবং ভবিষ্যতের ঘোর অমানিশা থেকে মুক্ত করার লক্ষ্যে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণকে ঘটনার সাথে জড়িত দোষী ছাত্রীনামধারী কলঙ্কিত নারীদের যথোপযুক্ত শাস্তির দাবীতে এগিয়ে আসা উচিত।
Abdur Rahman, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩
যেমন সরকার, তেমন তার অঙ্গ সংগঠন।পরিত্রানের কোন উপায় কারো জানা নেই।যেটুকু লেখালেখি হয় তার মধ্যেও সরকারের তোষামোদি থাকে।