মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Paritosh Modhu, ০৯ মার্চ, ২০২৩
জাতীয়করন সময়ের দাবী , দেশ 50বছর স্বাধীণ হযেছে, কিনতু বেসরকারী শিক্ষকরা স্বাধীণতার স্বাধ হতে বঞ্চিত ,
M. SOHEL RANA, ০৮ মার্চ, ২০২৩
হে আল্লাহ্ তুমি আমাদের রক্ষা কর। ১৫০০ কি.মি. দূরে চাকরি করছি জীবনের তাগিদে। ১২৭৫০ টাকা বেতনে থাকা,খাওয়া,প্রতিদিন স্কুলে যাতায়াত করতে করতে জীবন শেষ। বিএড হয়ত কখনও করা হবে কিনা বলতে পারি না, বিএড ভর্তিতে যত জটিলতা। একজন টিচার হয়েও ভর্তি হওয়া যাচ্ছেনা এই সিস্টেমের ব্যাড়াজালে। এই বেতনে কিভাবে চলতে পারি। পরিবারতো বাদিই দিলাম। হে আল্লাহ,,,, তুমি আমাকে,আমাদেরকে রক্ষা কর।
M. SOHEL RANA, ০৮ মার্চ, ২০২৩
হে আল্লাহ্ তুমি আমাদের রক্ষা কর। ১৫০০ কি.মি. দূরে চাকরি করছি জীবনের তাগিদে। ১২৭৫০ টাকা বেতনে থাকা,খাওয়া,প্রতিদিন স্কুলে যাতায়াত করতে করতে জীবন শেষ। বিএড হয়ত কখনও করা হবে কিনা বলতে পারি না, বিএড ভর্তিতে যত জটিলতা। একজন টিচার হয়েও ভর্তি হওয়া যাচ্ছেনা এই সিস্টেমের ব্যাড়াজালে। এই বেতনে কিভাবে চলতে পারি। পরিবারতো বাদিই দিলাম। হে আল্লাহ,,,, তুমি আমাকে,আমাদেরকে রক্ষা কর।
Md. Mahabubur Rahman, ০৮ মার্চ, ২০২৩
বেসরকারি শিক্ষকদের আন্দোলনের খবরটি দৈনিক শিক্ষার অন-লাইন পত্রিকায় প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Asstt. Professor Obydul Haque, ০৮ মার্চ, ২০২৩
জাতীয়করণ সময়ের দাবি।