মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Enamul Hoq, ১১ মার্চ, ২০২৩
দৈনিক শিক্ষার মাধ্যমে আমরা বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয়ে যত শিক্ষক নিয়োগ আছে তাদের সকলের সনদ জেলা শিক্ষা অফিসের মাধ্যমে দ্রুত যাচাই করলে অনেক ভুয়া সনদের শিক্ষক পাওয়া যাবে, প্রধান শিক্ষক দের কাছে তথ্য চেয়ে সঠিক তথ্য পাওয়া যাবে না, কারন এই নিয়োগ গুলো প্রধান শিক্ষকরা দিয়েছেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক চাপ ও থাকে, এ সকল ভুয়া শিক্ষকদের কারণে শিক্ষার মান দিন দিন নিন্মগামী হচ্ছে। এছাড়া এরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও নষ্ট করছে প্রতিনিয়ত।
Toabur prodhan, ১১ মার্চ, ২০২৩
জাল সনদ জাল সনদ কত দিন ধরে আলোচনা কিন্তু কথায় আর পএিকার পাতায়। হাজারো জাল সনদ হয়েছে। এই আধুনিক যুগে সনদ নিজেরাই তৈরী করে। য়েমন বি এড একটা সনদ তৈরি করলে বেতন বৃদ্ধি পায় ৪০০০। প্রতি মাসে সনদ তৈরি করতে খরচ হয় দুই শত টাকা।