মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৭ মার্চ, ২০২৩
একজন শিক্ষামন্ত্রী হয়ে ডা. দীপু মনি কিভাবে বললেন চাইলেই দেশের সব প্রতিষ্ঠান জাতীয় করণ সম্ভব নয়। তিনি আরও বলেন যে, প্রথমেই সরকারিকরণকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান যাচাই করতে হবে। সেখানে সরকারিকরণ হওয়ার পরে শিক্ষার মান কি কমেছে? না বেড়েছে? একথা আসলে হাস্যকর কথায় পরিণত হবার কথা। যেহেতু উচিত ছিল যেসব প্রতিষ্ঠান সরকারি হয়েছে তার মান আগে যাচাই-বাছাই করা। কিন্তু এমন কিছু প্রতিষ্ঠান সরকারি করা হয়েছে যার কোন আগামাথা নেই। এই ধরনের কাজটা কেন হলো সে ব্যাপার কি শিক্ষা মন্ত্রী আদৌ একবার চিন্তা করে দেখেছেন কি? আর তিনি বলেছেন আমাদের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা। দেশের শিক্ষা ব্যবস্থায় এত বৈষম্য রেখে আপনি কিভাবে এত বড় স্বপ্ন দেখেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। কারণ এক দেশেতো আর দুই নীতি চলতে পারে না। একই বই একই ডিগ্রি ও একই সময় হবার পরেও শিক্ষকদের অধিকারের ক্ষেত্রে ভিন্ন, শিক্ষার্থীদের অধিকারের ক্ষেত্রে ভিন্ন কিভাবে হবে সেটা বোধগম্য নয়।
Tabiatkowser, ১৭ মার্চ, ২০২৩
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাইলেই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করার মতো এতো বড় একটা সিদ্ধান্ত নেয়া যাবে না। যার মানে সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে। সরকার যদি বড় বড় মেঘা প্রজেক্ট করতে পারে কিংবা পদ্মা সেতু করতে পারে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে বাধা কোথায়? এর পিছনে মন্ত্রী,আমলা, শিক্ষক সমিতি আর কিছু শিক্ষকদের কুচক্রের কারণে শিক্ষকদের যথাযথ অধিকার আদায় হচ্ছে না। তাই দুর্বার আন্দোলন ছাড়া কোন উপায় নেই। আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে হবে।
Abdur Rahman, ১৭ মার্চ, ২০২৩
আওয়ামীলিগ চাইলেই জনগন আর তাদেরকে ভোট দেবে না।কারণ পর পর তিনবার ক্ষমতায় থাকাতে আওয়ামীলিগের মধ্যে কি ধরনের পরিবর্তন হয়েছে তা ব্যাপকভাবে অধিকতর গবেষণা করার প্রয়োজন রয়েছে।গত ১৫ বছরে ক্ষমতার অপব্যবহার, মাইট ইজ রাইট, দুর্নিতী এবং মানবাধীকার লংঘন (বিশেষ করে শিক্ষক নিবন্ধনধারীদের সাথে) কত পারসেন্ট ছিল তা গবেষণা করে খুজে বের করতে হবে।
Rubina, ১৬ মার্চ, ২০২৩
সরকারিকরণের কাজে সরকারের সদইচ্ছা নেই।
G. M Mizanoor Rahman, ১৬ মার্চ, ২০২৩
এর আগে যে গুলো সরকারিকরণ করা হয়েছে সেগুলো কোন মানের ভিত্তিতে করা হয়েছে? শুধুমাত্র নাম দেখে সরকারি করলে মান ভাল হয়ে যাবে? যতসব অপদার্থসুলভ কথা।