মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোঃবজলুর রহমান,সহকারী সুপার,পূর্বচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদরাসা।, ১৯ মার্চ, ২০২৩
এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ চাই৷
Palash Kumar Biswas, ১৯ মার্চ, ২০২৩
সবাই এক যোগে আন্দোলন করলে ভাল হতো। এ রকম খন্ড খন্ড করে আন্দোলন করা ভাল মনে হচ্ছে না।
Md Aktar Ali, ১৯ মার্চ, ২০২৩
বেসরকারী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ কেন হবে না, যেখানে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকায়।শিক্ষার সাথে দেশের সকল পর্যায়ের জনগন জড়িত।জনগণের যারা অভিভাবক , তারা গ্রামের অধিকাংশ জনগনকে উপেক্ষা করে শহর কেন্দ্রিক পশ্চিম পাকিস্থানি কায়দায় সরকারী করণ করিতেছেন। এটা স্বাধীনতা ও বঙ্গবন্ধুর নীতি আদর্শবিরোধী।
Tabiatkowser, ১৮ মার্চ, ২০২৩
পাচ দফা/দশ দফা না বলে তাদের বলা উচিত ছিল জাতীয়করণ চাই। জাতীয়করণ চাই। জাতীয়করণের বিকল্প নাই।
Alaur Rahman, ১৮ মার্চ, ২০২৩
আচ্ছালামু আলাইকুম, প্রধান, সহকারী প্রধানের এ দাবি যৌক্তিক বলে আমি মনে করি এবং সরকার মহোদয়ের কাছে এ দাবি বাস্তবায়নের আশু হস্তক্ষেপ কামনা করছি।
Dipak Kumer Mallik, ১৮ মার্চ, ২০২৩
আমার মনে হয় জাতীয়করণ হলে সকল সমস্যা সমাধান হয়ে যেত। তাই আমার মতে আগে জাতীয়করণ করা বা আন্দোলনে একাত্বতা পোষন করা একান্তই জরুরী কারন জাতীয়করণের মধ্যেই সকল দফাগুলো সম্পৃক্ত আছে।