মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

.শরিফুল ইসলাম ভূঁইয়া, ২১ মার্চ, ২০২৩
জাতীয়করণ কারা চান বাংলাদেশের শিক্ষক সমাজ ইতোমধ্যে বুঝতে পেরেছেন। জাতীয়করণ প্রত্যাশী মহাজোট নেতৃবৃন্দের ছালাম নিন এবং জাতীয়করণের চলমান আন্দোলনে জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে যোগদিন।
.শরিফুল ইসলাম ভূঁইয়া, ২১ মার্চ, ২০২৩
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করে ১১ জুন থেকে আন্দোলন শুরুর হুমকির মাহাত্ম্য জাতীয় প্রেসক্লাব চত্ত্বরের আন্দোলনকে বানচাল করার অপপ্রয়াস অনুমিত হয়।
শেফালী রানী, ২০ মার্চ, ২০২৩
শিক্ষকদের সকল দাবি দ্রুত বাস্তবায়ন করা হউক।
Mohammad Jamal Miah, ২০ মার্চ, ২০২৩
বিটিএ- এর সভাপতি ও সম্পাদককে বলতে চাই সাধারণ শিক্ষকদের টাকায় আপনারা সংগঠন চালান। আপনার কি অবসর প্রাপ্ত শিক্ষক নাকি বর্তমানে কর্মরত শিক্ষক।যদি আপনারা কর্মরত শিক্ষক হতেন তাহলে আপনাদের কর্মসূচী জুনে হবে কেনো? প্রেসক্লাবের সামনে যারা লাগাতার কর্মসূচী দিয়ে এতো কষ্ট করতেছে তাদের সাথে এক হতে আপনাদের সমস্যা কোথায়?
মোঃ মঞ্জুর মোর্শেদ, ২০ মার্চ, ২০২৩
১১ জুন কেন? এখন থেকেই জাতীয়করণ না হওয়া পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত। সবল শিক্ষকদের প্রাণের দাবী জাতীয়করণ। মুষ্টিমেয় কিছু শিক্ষক নেতা আর আমলাদের কারণে জাতীয়করণ হচ্ছে না।
Pikul Biswas, ২০ মার্চ, ২০২৩
৩য় ধাপে বাদ পড়া উপজেলা ও জেলা যাচাই-বাছাই করা চলমান যোগ্য IPEMIS কোডযুক্ত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কি দিলেন সরকার? এখনো প্রেসক্লাবের সামনে আন্দোলন করতে হচ্ছে, আমাদের বেলায় অষ্টরম্ভা!!!! ২০১৮ সালে ৩ জন সচিব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনশনে হাজির হয়ে বললেন আপনাদের বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। খুব তাড়াতাড়ি ২৬১৯৩ স্কুলের কাজ শেষ হলে আপনাদের ডাল ভাতের ব্যবস্থা করা হবে। কি হলো আমাদের সময় আলো থাকে না আবার নতুন করে সরকারি কর্মকর্তা কর্মচারিদের সুযোগ করে দেওয়া হচ্ছে!!! বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি নেই, কেন এরা কি যুদ্ধাপরাধী? বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ কি পাকিস্তানি???
Pikul Biswas, ২০ মার্চ, ২০২৩
৩য় ধাপে বাদ পড়া উপজেলা ও জেলা যাচাই-বাছাই করা চলমান যোগ্য IPEMIS কোডযুক্ত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কি দিলেন সরকার? এখনো প্রেসক্লাবের সামনে আন্দোলন করতে হচ্ছে, আমাদের বেলায় অষ্টরম্ভা!!!! ২০১৮ সালে ৩ জন সচিব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনশনে হাজির হয়ে বললেন আপনাদের বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। খুব তাড়াতাড়ি ২৬১৯৩ স্কুলের কাজ শেষ হলে আপনাদের ডাল ভাতের ব্যবস্থা করা হবে। কি হলো আমাদের সময় আলো থাকে না আবার নতুন করে সরকারি কর্মকর্তা কর্মচারিদের সুযোগ করে দেওয়া হচ্ছে!!! বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি নেই, কেন এরা কি যুদ্ধাপরাধী? বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ কি পাকিস্তানি???