মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ২৪ মার্চ, ২০২৩
২০১৭ ইংরেজিতে স্ট্রোকজনিত কারনে আমার বাবাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্যারালাইজড বিভাগে নিয়ে গিয়েছিলাম, কর্তব্যরত চিকিৎসককে রোগের বিবরণ বর্ণনা দিতে গিয়ে স্যার সম্বোধন না করে, দাদা সম্বোধন করাতে আমার উপর চরমভাবে ক্ষেপে গিয়ে বেমানানসুলভ আচরণ করাতে আমি হতভম্ব হয়ে গেলাম, তিনি আমাকে বললেন ডাক্তারি পাশ করেছি ভাই বা দাদা শোনার জন্য নয়,তিনি ছিলেন বয়সে আমার অনেক ছোট, তাই আমি তাকে দাদা বলে সম্বোধন করেছিলাম। শেষপর্যন্ত দাদা ডাকের জন্য তাঁর কাছে ক্ষমা চেয়ে উদ্বোধ বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পেলাম। সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে দিকনির্দেশণা কামনা করছি।
মুহাম্মদ মোহররম আলী, ২৪ মার্চ, ২০২৩
জন প্রশাসন মন্ত্রনালয় কে বিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন । মাঠ পর্যায়ের প্রশাসনে যেখানে নারী এসি ল্যান্ড,ইউএনও ও ডিসি রয়েছে সেসব জায়গায় স্যার ও ম্যাডাম সম্মোধন নিয়ে হরহামসায় অসৌজন্যমূলক আচরণ হয়ে থাকে।যা মোটেও সমচীন নয়।এ সমস্যা অনেক আগেই শুরু হয়েছে।দ্রূত সমাধান প্রয়োজন বলে মনে করি।