মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Motiar Rahman, ৩০ মার্চ, ২০২৩
এতদিন ধরে যেসব গুণীজনেরা টেক্সটবুক লেখার দায়িত্বে ছিলেন, তাঁদের কারোর নাম না থাকাতে আমি প্রথম থেকেই বিস্মিত হয়েছিলাম। তাঁদের অনেকের সাথে আমার ট্রেইনিং করার সুযোগ হয়েছে। আমি যশোর জেলার ক্ষুদ্র একজন ইংরেজি বিষয়ের ট্রেইনার। তাছাড়া বিভিন্ন পাবলিকেশনে কমবেশি একটু আধটু লেখা লেখি করি। তাই কতৃপক্ষের কাছে অনুরোধ, অতিদ্রুত বইগুলো সংশোধন ও পরিমার্জন করুন এবং দেশের কোমলমতি শিক্ষার্থীদের ভুল শিক্ষা বাঁচান। মো.মতিয়ার রহমান সিনিয়র শিক্ষক (ইংরেজি) ও মাস্টার ট্রেইনার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেশবপুর, যশোর। মোবাইল নম্বর ০১৭১৫৫৮৫৯৩৬।
Md.farman ali prodhan, ২৯ মার্চ, ২০২৩
দেশ আজ লজ্জায় মুখ লুকাতে পারছে না। কিন্তু দেশের কিছু মানুষ আছে,যাদের লজ্জা বলতে কিছু নেই। আজ যারা দেশের বড় বড় দায়িত্বে আছেন। যে যেখানে যা পাচ্ছে তাই খেয়ে ফেলছে। চলছে নিজেদের মতো করে দায় সারা কাজ। কেউ কাউকে কিছু বলতে পারছে না। কারণ একজনকে বলতে গেলে নিজেরটা বেরিয়ে আসবে তাই আর বলা হলো না। এনসিটিবি এর দায়িত্বহীনতার কারণে দেশের কোটি কোটি টাকার ঋণের বোঝার খেসারত দিচ্ছে এদেশের খেটে খাওয়া দিনমূজুর মানুষকে । একদিকে বিদেশে বাড়ী তৈ্রীর হিরিক বেজেছে।কি আজব ব্যাপার?