মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

HASINUR RAHMAN, ২৯ এপ্রিল, ২০২৩
প্রেসিডেন্ট এরশাদ শিক্ষকদের দুর্ভোগ লাঘব করেছিলেন তারই হাত ধরে আজ জিএম কাদের স্যার শিক্ষক সমাবেশে উপস্থিত হলেন আর একজন উপস্থিত হয়েছিলেন জাসদ নেতা এরাই একমাত্র যারা শিক্ষকের মর্যাদা বোঝেন শিক্ষকের দুঃখ কষ্ট বুঝেন
Rahmat Ali, ০৬ এপ্রিল, ২০২৩
ক্ষমতায় আসার আগে সবাই সব কিছু দিয়া দেয় পরে আর মনে থাকে না।
saklain mostak, ০৬ এপ্রিল, ২০২৩
ক্ষমতা পাবার জন্য কত কথা বলবে !!!
মোঃ হাসানুজ্জামান, ০৫ এপ্রিল, ২০২৩
এসব ভুয়া আশা দেয়,
Md.sumon Mondol, ০৫ এপ্রিল, ২০২৩
যাদের দ্বারা কোন কিছুই সম্ভব না তারাই তো এসব কথা বলবেন ।
Tabiatkowser, ০৫ এপ্রিল, ২০২৩
প্রয়োজনে ঈদও প্রেসক্লাবে করার উদ্যোগ নিতে হবে।
Tabiatkowser, ০৫ এপ্রিল, ২০২৩
জাতীয় পার্টির জি এম কাদের তাকে ধন্যবাদ জানাই ওনার মনের কথাগুলো বলার জন্য। তবে তার কথা দিয়ে শিক্ষক -কর্মচারীদের পেটের ক্ষুধা মিটবে না। তার কথার মাধ্যমে শিক্ষকদের অধিকার আদায় হওয়ার নিশ্চয়তা প্রমাণ করে না। তাই সরকারের নিকট থেকে যতক্ষণ সুস্পষ্ট ঘোষণা আসবে না ততক্ষণ পর্যন্ত প্রেসক্লাব ছাড়া যাবে না। আর আন্দোলনের পাশাপাশি ঈদের পর বিদ্যালয়ে পাঠদান, পরিক্ষাসহ সকল ধরনের কার্যক্রম বন্ধের মাধ্যমে কর্মসূচি দিয়ে শিক্ষকদের অনেক পুরনো দিনের অধিকার আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি।
Md. Anamul hoque, ০৫ এপ্রিল, ২০২৩
পদ সমন্বয় কলামটি যতোবার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা জারি হয়েছিল ততবারই পদ সমন্বিত করণ কলাম থাকে কিন্তু দুঃখের বিষয় মাদরাসা শিক্ষার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা বর্তমানে সর্বশেষ নীতিমালা তার বিপরীত (কারিগরি, স্কুলের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় আছে) পদ সমন্বয় কলামটি মাদরাসা শিক্ষায় ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত নাই। দয়া করে বিষয় টি সমন্বয়ের দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ।
মো: মিজানুর রহমান মিয়াজী, ০৫ এপ্রিল, ২০২৩
বিবেচনায় নেয়া হবে। মানে? শিক্ষকদের সাথে সবাই চিটিং করে।
md mottakin hossain, ০৫ এপ্রিল, ২০২৩
হাতী ঘোড়া গেলো তল গাধা বলে কতো জল।এইরকম ফাজলামী ইশতেহার আগেও দেখেছি। কাজের বেলায় নাই।