মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ০৩ জুন, ২০২৩
রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মহোদয়ের মন্তব্য পড়ে কবিতার একটি পঙক্তি মনে পড়ে গেল, "দংশেনি যারে,কভু আশি বিষে, বুঝিবে সে কিসে।যতদিন ভবে না হবে না হবে, তোমারি অবস্থা আমারি সম।মাননীয় চেয়ারম্যান মহোদয় এসি রুমে বসবাস করেন,।মনে হতে পারে সবাই ওনার মত। দয়া করে ওনি যদি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরীব দূঃখীদের হাল হাকিকত অবলোকন করতেন তাহলে দুই হাজার টাকার কর প্রদানের কথা অকপটে বলতে পারতেন না। সুতরাং কর নির্ধারণের ব্যাপারে গরীব দূঃখী মেহনতী মানুষের কষ্টকর জীবন যাপনের দিকে সজাগ মানবিক দৃষ্টি প্রদানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
S M KAMAL UDDIN ., ০৩ জুন, ২০২৩
এ সির মধ্যে থেকে আপনারা ঘোষনা প্রদান করেন তো তাই আপনাদের অসুবিধা কোথায় যাদের বেতন মাত্র ১২৫০০ টাকা বা ১৬ হাজার টাকা তারা কি করে বছরে দুই হাজার টাকা কর প্রদান করবে । এমনিতো নুন আনতে পান্তা পোড়াচ্ছে পরেও কাটা ঘার পরে লবন ছিটেচ্ছেন ।
Md. Shahabul Islam, ০২ জুন, ২০২৩
টাকা কি বলদের পাছা দিয়ে বের হয় ? আয় না থাকলেও কর দিতে হবে। পূর্বে কারো আয় থাকলেও বর্তমানে তার আয় নাও থাকতে পারে। হালা বাটপারের বাচ্চা।
S M OMAR FARUQ, ০২ জুন, ২০২৩
একজন বেসরকারি শিক্ষক যাঁর ১৬০০০ টাকা বেতন স্কেল হলে TIN বাধ্যতামূলক। এমন শিক্ষকদের অধিকাংশই ব‍্যংকের যে শাখা থেকে অনুদান / ভাতা উত্তোলন করেন সেই শাখার ঋণী। এছাড়াও আছে AGO এবং স্থানীয় সুদ মহাজন যাদের কাছে চেক বই / পাতা জমা রাখতে হয় । এক্ষেত্রে তাদের কাছে ২০০০ টাকার মূল‍্যমাণ কতো সেটি কেবল ভূক্তভোগীই জানেন । কোন কর্মকর্তার সেটি জানার কথা নয়। আল্লাহ্ তুমি সদয় হও অসহায় জনগণের উপর।
Rashed, ০২ জুন, ২০২৩
অনেক ব্যাক্তি রয়েছেন যারা আয়কর প্রদেয় যোগ্য কিন্তু টি আই এন খুলেনি আবার অনেকেই আছেন শখের বশে টি আই এন খুলেছেন তবে আয়কর দেয়ার মতো অর্থ নেই তাদর জন্য এটা বোঝার নয় কি?
md. rafiqul islam, ০২ জুন, ২০২৩
এক জন দিন মজুর পল্লী বিদ্যুৎ এর নতুন সংযোগ নিতেও টিআইএন করেছে তাদের কি হবে?
Md.Nur Momin, ০২ জুন, ২০২৩
এটাকেই বলে ক্ষমতার অপব্যবহার করার একটা মহাপ্রয়াস, কারণ কর দেওয়ার সামর্থ নেই,কিন্তূ চাঁদা দিতে হবে । এটা জাতির কাছে হায়ালজ্জাহীন প্রস্তাব।