মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Partha Sarathi Ray, ০৫ জুন, ২০২৩
ক'টা মানুষের নৈতিকতা আছে? যেখানে আইনপ্রণেতাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ সেখানে ছাপোষা শিক্ষকদের প্রসঙ্গ তুলে আপনিও নৈতিকতা হারিয়েছেন! ১২৫০০ টাকায় আপনি কতদিন চলতে পারবেন? বড় বড় কথার ফুলঝুড়ি ছড়ান, ১২৫০০ টাকায় মাত্র ২মাস সংসার চালান, দেখি আপনার কতবড় বুকের পাটা। যেদেশের প্রতিটা আইন প্রণেতা মিথ্যা কথা বলে, যেদেশের ভৌত অবকাঠামো উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুট পাট হয়, যেদেশে গরীবের উপর নামে করের খড়গ আরও ধনীরা পায় করে ছাড়, যে দেশে ঘুষ ছাড়া কোন সরকারী অফিসে কোনো ফাইল চলেনা, যে দেশে জনৈক মন্ত্রী সহনীয় মাত্রায় ঘুষ খাওয়াকে বৈধতা দেন, যেদেশের সংসদে আইন করে স্কুল কোচিং য়ের বৈধতা দেয়া হয় সেদেশে শিক্ষকতা অবশ্যই চাকুরী। কারণ একজন জীব হিসেবে শিক্ষকেরও পরিবার পরিজন নিয়ে বাঁচার অধিকার আছে। শিক্ষামন্ত্রীর গবেষণা শেষ না হলে শিক্ষকতা চাকুরীই থাকবে।
Porimal kumar paul, ০৫ জুন, ২০২৩
শিক্ষকরা এখন আর স্বাধীন ভাবে পাঠদান করতে পারছেন না।
md. rafikul islam, ০৫ জুন, ২০২৩
আপনার সন্তানকে MPOভুক্ত হাই স্কুলের চাকরিতে আসতে বলুন | . তবেই বুঝবো সে কি করে ? চাকরি না শিক্ষকতা ৷
মো. রবিউল ইসলাম, ০৫ জুন, ২০২৩
যথার্থ বলেছেন। বিশেষকরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি ৯৫℅ প্রযোজ‍্য। চিকিৎসক, আইনজীবী, পুলিশ-প্রশাসন সবার কথা এখানে সমানভাবে প্রযোজ‍্য।
মো. রবিউল ইসলাম, ০৫ জুন, ২০২৩
যথার্থ বলেছেন। বিশেষকরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি ৯৫℅ প্রযোজ‍্য। চিকিৎসক, আইনজীবী, পুলিশ-প্রশাসন সবার কথা এখানে সমানভাবে প্রযোজ‍্য।