মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ০৬ জুন, ২০২৩
এটার দ্বারা শিক্ষক সংগঠনের বিভক্তি ছাড়া আর কিছুই বুঝা যাচ্ছে না। কারণ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনের মধ্যে তো সব দাবি এসে যায়। সেখানে আবার ঘোষণা আবার শিক্ষদের জন্য নতুন করে উৎসব ভাতা চাওয়া অতিরিক্ত আবদার ছাড়া আর কিছুই বলে মনে হয় না।
Tabiatkowser, ০৬ জুন, ২০২৩
এটার দ্বারা শিক্ষক সংগঠনের বিভক্তি ছাড়া আর কিছুই বুঝা যাচ্ছে না। কারণ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলনের মধ্যে তো সব দাবি এসে যায়। সেখানে আবার ঘোষণা আবার শিক্ষদের জন্য নতুন করে উৎসব ভাতা চাওয়া অতিরিক্ত আবদার ছাড়া আর কিছুই বলে মনে হয় না।
Tanvir Ahamed, ০৬ জুন, ২০২৩
বিটিএ বলতে যা বুঝি, বাংলাদেশ টিটার্স এসোসিয়েশন,, এই নামে একাধিক সংগঠন রয়েছে, এই সংঘটন টির দেশের কোন কোন জেলায় কার্যক্রম আছে জানিনা,, বহুধা বিভক্ত শিক্ষক সংগঠনের পক্ষে দাবি আদায় আদৌও সম্ভব না,ঐক্যবদ্ধ কর্মসূচি ব্যাতীত সকল কর্মসূচি হবে পণ্ডশ্রম, তানভীর আহমেদ কার্যনির্বাহী সদস্য, বিটিএ ( কামরুজ্জান) বরিশাল আঞ্চলিক কমিটি,
Hafizur Rahman, ০৬ জুন, ২০২৩
আগে চাই একতা, তারপর আন্দোলন। দালাল গ্রুপ বর্জন করে সবাইকে একই ব্যানারে আসতে হবে। তবেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে।