মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

অনন্ত কুমার মহন্ত, ১১ জুন, ২০২৩
স্বীকৃতিপ্রাপ্ত সংযুক্ত নন এমপিও সকল দাখিল ভোকেশনালগুলো এমপিও করার জন্য শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ।
মোঃ টোকোনুজ্জামান মোল্লা, ০৮ জুন, ২০২৩
২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ অর্থবছরে যে বাজেট বরাদ্দ করা হয়েছে তাদিয়ে (৪শ কোটি টাকা) স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব। তাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি তিনি যেন একযোগে দেশের সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন। দেশ নন-এমপিওভুক্ত অভিশাপ থেকে মুক্ত হোক, আমিন।
subhas Chandra chowdhury, ০৮ জুন, ২০২৩
টাকার হিসাবে বিশাল অংকের বাজেটের তুলনায় এ পরিমান বেশি নয়। বেশি জরুরি ছিল এমপিওভুক্ত শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় অবসর সুবিধা ও কল্যান তহবিলের টাকা যথাসময়ে পাওয়ার জন্য কর্তনকৃত ১০% টাকাকে রাজস্ব তহবিলে সমম্বয় করে রাজস্ব খাত হতেই বন্টনের ব্যবস্থা করা। এতে সরকারের অতিরিক্ত এক টাকাও ব্যয় হবে না। টাকা রাজস্ব হতে দেয়া হোক বা এককালীন বরাদ্দ হতে দেয়া হোক। সবই রাষ্ট্রের টাকা। শুধু অর্থ সংস্থান ও বন্টনে জটিলতার পার্থক্য। এরকম সমম্বয় করতে পারলে এ খাতের অর্থ সংকট গুছানোর জন্য মাননীয় সরকারকে বার বার টাকার সংস্থান করতে হবে না।
পিয়াল সরকার, ০৭ জুন, ২০২৩
অব্যশই ভালো খবর, তবে দ্রুত আবেদন নিয়ে এমপিও দেওয়ার জন্য বিনীত আহব্বান রইলো।