মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD.JAHIRUL HAQUE, ০২ জুলাই, ২০২৩
ধন্যবাদ মাসুম বিল্লাহ স্যারকে। তিনি এক নাতি দীর্ঘ লেখা ছাপিয়েছেন। স্যারকে সম্মানের সাথে জানাতে চাই যে, একজন শিক্ষক যখন শিক্ষক হতে আসেন তখন তার অনেক স্বপ্ন থাকে যা তিনি বাস্তবায়ন করতে চান । কিন্তু যখন দেখেন মাস শেষে তার বেতন মাত্র ১২৫০০/+স্কুল থেকে ২০০০/৩০০০=১৫৫০০/। এই সামান্য টাকা দিয়ে সংসার চালাতে ব্যর্থ হইয়েই কোচিং বা প্রাইভেট পড়াতে বাধ্য হয়। তাছাড়া অভিভাবক গন তার সন্তানকে জিপি এ -৫ এর অধিকারি দেখতে চান। তানা হলে ভাল কলেজে ভর্তি হতে পারবেনা। ভাল কিছু করতে ্পারবেনা। এই মানসিকতা নিয়েই শিক্ষকদের নিকটে আসেন অভিভাবক তার ২/৩ পাওয়ার যোগ্য মেধা সম্পন্ন সন্তানকে নিয়ে ৫ পাইয়ে দেওয়ার প্রত্যাশায়। কোন অভিভাবক শুনতে বা মানতে চাননা যে তার সন্তান ৫ পাওয়ার যোগ্য নয়। এভাবেই অভিভাবকদের চাপে পরে শিক্ষকগন প্রাইভেট পড়াতে বাধ্য হন। তবে সবাই একরকম নয়।