মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৯ জুলাই, ২০২৩
শিক্ষকতা পেশা একটা মহৎ পেশা। এ কথা যেমন ঠিক তেমনি শিক্ষকদের আর্থিক অবস্থার দিকে সরকারের সুদৃষ্টি দেওয়াও সরকারের গুরু দায়িত্ব বটে। তাই শিক্ষকদের ন্যার্য দাবী সরকার মেনে নেয়ার পরই শিক্ষকরা বাড়িতে ফিরবে। তবে এর আগে নয়।
Tabiatkowser, ১৯ জুলাই, ২০২৩
সরকারের সক্ষমতা না থাকলে কমিটির সভাপতি প্রতিষ্ঠান প্রধান শিক্ষা ভবনের কর্মকর্তাগন মিলে কেন ব্যাংগাচির মতো এত শিক্ষা প্রতিষ্ঠানকে স্বীকৃতি ও এমপিওভুক্তি করেছে তার জবাব আগে দেয়া দরকার।
Tabiatkowser, ১৯ জুলাই, ২০২৩
রাজপথে আন্দোলন আর প্রতিষ্ঠানে তালা থেরাপিই একমাত্র জাতীয়করণের অস্ত্র।
Tabiatkowser, ১৯ জুলাই, ২০২৩
শিক্ষকদের দাবি আদায় মেনে নেওয়া তো দূরের কথা। সেখানে উল্টো মরার উপর খাড়ার ঘা। এমন পুলিশি এ্যাকশনকে জানাই ধিক। হাজার বাধা আসুক না কেন শিক্ষকদের কিছুতেই রাজপথ ছাড়ার সুযোগ নেই, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শিক্ষকদের সাথে বসবে না। ততক্ষণ পর্যন্ত এভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে আর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে তালা মারার জন্য অনুরোধ জানাচ্ছি।