মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

মো: সুমন হোসেন, ২৮ জুলাই, ২০২৩
জাতীয় করণের সাথে সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগটা যুক্ত করুন। এই শিক্ষামন্ত্রী শিক্ষকদের ভাগ্যের কোন পরিবর্তন হতে দেবে না।
Md Aktar Ali, ২৬ জুলাই, ২০২৩
জাতীয়করণে প্রধান বাধা শিক্ষাক্যাডার হলে মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে তাদের কি কাজ জানা দরকার। উচ্চ মাধ্যমিক জাতীয়করণ হলে শিক্ষাক্যাডারদের অতিরিক্ত দায়িত্ব এবং অতিরিক্ত বেতন ভাতা দিন।
Swapan Sarkar, ২৬ জুলাই, ২০২৩
মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, আপনার ভুল ধারণা। আপনি সত্যকে অস্বীকার করতে চাচ্ছেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়। তবে সে শিক্ষাকে জাতীয়করণ করতে এতো সমস্যা হবার কথা নয়। কারণ জাতি থেকে জাতীয়তা। জাতীয়তা থেকে জাতি না । সব কিছু একজন শিক্ষামন্ত্রীর চোখে দেখার চেষ্টা করুন। এটা আপনার ডিপার্টমেন্ট। স্মরণীয় হয়ে থাকুন। তবু এ রকম সুরের গান, জাস্ট থ্রেট মুলক কথা আপনার কাছ থেকে জাতি আশা করে না। প্রিলি, -রিটেন- ভাইবা দিয়ে লেকচারার হয়েছি। টিচিং স্টাইল দেখতে চাইলে দেখতে পারেন। তবুও অধিকার আদায়ের আন্দোলনে কোন রাজনৈতিক রঙ লাগাবেন না। ম্যাডাম, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে সে শিক্ষা কে জাতীয়করন করতে সমস্যা কোথায়! কত ভাগ শিক্ষার্থী এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে ভেবেছেন! এ গ্রেট চান্স! ম্যাডাম!
Tabiatkowser, ২৬ জুলাই, ২০২৩
আন্দোলন চালিয়ে যেতে হবে। এমতাবস্থায় পিছপা হবার সুযোগ নেই। শিক্ষামন্ত্রীর সাথে সাজুর মত দালালকেও পদত্যাগ করার জন্য সকলের আন্দোলন চালিয়ে যেতে হবে।
MD.MAHMUDUL HAQUE .Heat Teacher,D.N AKOTA GIRLS HIGH SCHOOL,Sarankhola,Bagerhat., ২৬ জুলাই, ২০২৩
মাহমুদ/জাতীয় করনের দাবী শিক্ষক পরিবারের রুটি রুজির দাবী ।এটা কারো উসকানি হবে কেন ? আমার পেটে ক্ষুদা অন্য লোকের উসকানিতে তাদের লাভ কি ?
mohd.suza uddin, ২৫ জুলাই, ২০২৩
ঘটনাক্রমে শিক্ষা।।.।।।।।।।
Raju mia, ২৫ জুলাই, ২০২৩
জাতিয় করনের দাবী ন্যায় সঙ্গত ,এটি মানা সরকারের উচিৎ.
Md.Suman Hossain, ২৫ জুলাই, ২০২৩
আমি জানি না তিনি কার পরামর্শে এ সব বলেন!!তবে সাজুর গবেষণার সাথে তার গবেষণার সুত্র পাওয়া যায়।সাজু যা বলেন,তিনিও সুর মিলিয়ে একই কথা বলার চেস্টা করেন। উনি অনেক দায়িত্বশীল মানুষ, আশা করি অনেক দায়িত্বশীলতার পরিচয় দিবেন।অন্ত:ত অন্যর গবেষণা নিজের বলে চালিয়ে দিবেন না।