মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD: AKASH, ৩০ জুলাই, ২০২৩
ক্লাসে শিক্ষা দিতে গিয়ে একজন শিক্ষক যখন শুধু শিক্ষা নিয়ে ভাববেন, শুধুমাত্র তখনই ফলপ্রসু শিক্ষা দেওয়া সম্ভব হবে। কিন্তু শিক্ষক যখন ক্লাসে দাড়িয়ে ভাবেন আজকের বাজার খরচ কিভাবে সমন্বয় করবেন। 60 টাকা কেজির মরিচ যখন 700 টাকা কেজি দরে কিনতে হয়, 70 টাকার রসুন যখন 180 টাকায় কিনতে হয়। অথবা 15 টাকার বেগুন 75 টাকায় কিনতে হয়, তখন 12,500 টাকা বেতনে চাকুরী করা শিক্ষক নামের ব্যক্তিটির মাথায় বিকল্প আয়ের চিন্তা ঘুর-পাক খায়। তখন সে ইচ্ছা থাকা সত্বেও ক্লাসে দাড়িয়ে তার কোমলমতি শিক্ষার্থীর জন্য গবেষণামূলক শিক্ষাদান করতে পারেন না। লেখাটির জন্য অনেক ধন্যবাদ স্যারকে। ( মন্তব্যে: ভুক্তভোগী মাধ্যমিক শিক্ষক।)
পিয়াল সরকার, ৩০ জুলাই, ২০২৩
আমাদের বাঁচতে দিন।কুড়ি বছর নন এমপিও , এভাবে বেঁচে থাকা অনেক কঠিন। দয়া করুন.............
মো: লোকমান হোসেন তাজপুর মাদরাসা, ২৯ জুলাই, ২০২৩
সময়োপযোগী লেখার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।
মো.আমজাদ হোসাইন, বিএসসি বি.এড, কাঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী।, ২৯ জুলাই, ২০২৩
সময়োপযোগী লেখার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।