মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Sharif Ahmed khan, ১৭ আগস্ট , ২০২৩
মাধ্যমিক বিদ্যালয় গুলোতে অপ্রয়োজনীয় পাঠ্য ব্ই কমানো হলে ব্যয় কমবে। ব‌ই গুলোর ছোট করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত শিক্ষক বাদ দিতে হবে। প্রতি দুই বছর পর পর পরীক্ষার মাধ্যমে শিক্ষকদের মান উন্নয়ন পরীক্ষার মধ্য দিয়ে তাদের স্কেল নির্ধারণ করতে হবে।
অজিত কুমার রায়, ১৩ আগস্ট , ২০২৩
পর্যায়ক্রমে জাতীয়কন করতে হলে তার একটা সুনির্দিস্ট নীতিমালা করে জনসমক্ষে বহুল প্রচারের ব্যবস্থা করুন।নীতিমালা কর্তৃপক্ষের পকেটে রেখে দিলে ঘুষ প্রবনতা বৃদ্বি পাবে এবং প্রকৃত পক্ষে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান বাদ পরে যাবে। বিগত দিনে এমন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করন করা হয়েছে যার শিক্ষক সংখ্যা শিক্ষার্থী সংখ্যার সমান বৈ কি বেশীনয়। পর্যায়ক্রমে জাতীয়কন করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাল বিবেচনায় নিয়ে করা যেতে পারে। যেমন প্রথম পর্যায়ে ১৯৮০সাল,পরবর্তিতে ১৯৮২ এভাবে চলতে থাকবে।
Md.Baddeujjqman, ১১ আগস্ট , ২০২৩
দৈনিক শিক্ষার মাধ্যমে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ২০ গ্রেডে যারা চাকরি করেন তাদের বিষয়টি বিবেচনা করতে।
md shamim islam, ১১ আগস্ট , ২০২৩
আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ
কার্ত্তিক চন্দ্র চক্রবর্তী।, ০৯ আগস্ট , ২০২৩
অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী, সভাপতি সাগুপ্তা ইয়াসমিন প্রমুখ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে। আশা করি, খুব দ্রুতই এমপিওভুক্ত সকল মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের চাকুরী জাতীয়করণ ঘোষণা হবে। ৯৭% বেসরকারি শিক্ষকরা এই সরকারের জন্য প্রাণভরে দোয়া করবে আর বলবে শেখ হাসিনার সরকার বার বার দরকার।
Tabiatkowser, ০৯ আগস্ট , ২০২৩
এক কথায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় আয় আর স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সরকারের নিকট নিয়ে যেতে হবে। তারপর জাতীয় করণ এর খচড়া প্রকাশ করতে হবে।
Md. Robiul Jahan, ০৯ আগস্ট , ২০২৩
ভাল উদ্যোগ