বৈষম্য কাকে বলে? কত প্রকার, কি কি? একজন চাকুরীজিবীর উন্নতিই হচ্ছে তাঁর পদোন্নতি হওয়া।
এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের দেখুন।
সারা জীবনে তাদের কোন পদোন্নতি নেই। বেতনও অনেক কম, ৩য় শ্রেণির বেতন=৯৩০০/= ও ৪ র্থ শ্রেণির বেতন=৮২৫০/= ও বাড়ী ভাড়া+ চিকিৎসা ভাতা=১৫০০/=।
২০২৩ সালে এই বেতনে কি সংসার চলে?
অথচ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ৩য় শ্রেণি ও ৪ র্থ শ্রেণির কর্মচারীদের প্রায়ই পদোন্নতি দিতে দেখা যায়।
এমপিও নীতিমালায় সমস্ত সুযোগ সুবিধা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষকদের দেওয়া হয়েছে।
এ কেমন নীতিমালা?
এই সব বৈষম্য দেখে মনে হয় ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা এদেশের নাগরিক নয়!!!
সংশ্লিষ্ট নীতিনির্ধারকগণ কতটুকু নীতিবান? যারা ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণি কর্মচারীদের পদোন্নতি নীতিমালা তৈরি বন্ধ করেছেন।
রাষ্ট্র কোন শ্রেণির নাগরিকের প্রতি বৈষম্যমূলক আইন বা বৈষম্যমূলক নীতিমালা প্রনয়ন করতে পারে?
সংশ্লিষ্ট নীতিনির্ধারকগণের প্রতি আমার প্রশ্ন থাকলো। আশাকরি উত্তর দিবেন।