মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

GOPAL CHANDRA BISWAS, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
চোরে ভরে গেছে দেশ। ঘুষে সব শেষ। অনাদর অবহেলায় যানমাল সব শেষ।
GOPAL CHANDRA BISWAS, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
চোরে ভরে গেছে দেশ। ঘুষে সব শেষ। অনাদর অবহেলায় যানমাল সব শেষ।
Yeakub Ali, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
হায়রে প্রধান শিক্ষক!! তবে এদেশে ভালো প্রতিষ্ঠান প্রধানের সংখ্যাও কম নয়! আমি দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান প্রধানদের কথা বলছি। এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হওয়া মানেই রাজকন্যাসহ রাজার রাজত্ব হাতে পাওয়া। যেমন- মাধ্যমিক বিদ্যালয়ে একজন ব্যক্তি একই সাথে প্রধান শিক্ষক, শিক্ষক/কর্মচারী নিয়োগের দায়িত্বে, সদস্য সচিব ও আর্থিক হিসাবের দায়িত্বে, ম্যানেজিং কমিটির নির্বাচন করার দায়িত্বে, আর কি লাগে! এখানে ভয়াবহ দুর্নীতি করার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের অর্থ কাজে লাগিয়ে প্রধানগ্ণ রাজনৈতিক ক্ষমতাশীল মহলের ব্যাক্তিকে নিজের পক্ষে রাখেন। যাতে রাজত্ব খুব ভালোভাবে করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের কোন জবাবদিহীতা নেই বললেই চলে! এখানে শুধু ফরমালিটি মেইনটেইন করা হয়। আয় ও ব্যয়ের হিসাব কাগজ পত্রে ঠিক থাকলেও বাস্তবে রাত-দিনের তফাৎ। মামলা-মোকদ্দমা নিয়ে প্রধানদের কোন সমস্যা নেই, কারণ প্রতিষ্ঠানের অর্থই সেখানে তাঁরা ব্যয় করেন। বলতে পারেন "মাছের তেলে মাছ ভাজা" ।