মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

MD. RAFIQUL ALAM, ১৮ অক্টোবর, ২০২৩
শিক্ষকদের সম্মান , সুবিধা, মঞ্চে-মাইকে এবং মূখে, বাস্তবে নাই !!!
Yeakub Ali, ১৭ অক্টোবর, ২০২৩
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি ক্লাশ থাকে? একটু সময় পাবেন না, ব্যাংকে যাওয়ার জন্য? প্রধান শিক্ষক সহযোগীতা করবেন না? প্রধানদের কি বেতন লাগেনা? আমার মনে হয় এটা নিয়ে কিছু করার আগে অনেক বড় বড় সমস্যা আছে , সেই দিকে নজর দেওয়া উচিৎ।
মোঃ আরিফুল ইসলাম, ১৭ অক্টোবর, ২০২৩
এটিএম কার্ড করে নিন।
মোঃ মঞ্জুর মোর্শেদ, ১৭ অক্টোবর, ২০২৩
সহমত পোষণ করছি। এ ধরণের আরো অনেক জায়গায় এ ধরণের ভোগান্দিততে পড়তে হয়।
Alaur Rahman, ১৭ অক্টোবর, ২০২৩
যুক্তি যুক্ত কথা।
মো. হুমায়ুন কবির, ১৭ অক্টোবর, ২০২৩
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশে বেতন পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করলে শিক্ষকগণ সবচেয়ে বেশি উপকৃত হবেন।
হুমায়ুন কবীর, চরমোনাই কামিল মাদরাসা, বরিশাল।, ১৭ অক্টোবর, ২০২৩
বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, দায়িত্বশীলদের এ বিষয়ে ভেবে দেখা উচিত এবং বিকল্প ব্যবস্থা থাকা উচিত।
Hafizur Rahman, ১৭ অক্টোবর, ২০২৩
এমপিও শিক্ষকরা দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক, তাদের নিয়ে কেউ অত ভাবেনা!
Rassel Hassan Rakib-, ১৭ অক্টোবর, ২০২৩
লক্ষ্মীপুর জেলার সদরের অনেক স্কুলে ১০টা থেকে ৫টা পর্যন্ত ক্লাস হয়। কিন্তু আপনারা লিখলেন ক্লাসের সময়সীমা ১০টা থেকে ৪.১৫ মিনিট পর্যন্ত। এমনকি উপজেলা শিক্ষা অফিসের মিটিংয়েও ক্লাস ১০টা থেকে ৫টা পর্যন্ত নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। এখন মাগরিবের আজান দেয় ৫.২০মিনিটে। ৫টায় স্কুল ছুটি হলে শিক্ষার্থীরা কখন বাড়ি ফিরবে? বিশ্রাম নিবে কখন? সন্ধ্যা হলে বাড়ি ফিরবে কখন বা বাড়ি ফেরার নিরাপত্তা কি? দালাল বাজার ফাতিমা বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্সির হাট উচ্চ বিদ্যালয় সহ আরো অনেক স্কুলে ৫টা পর্যন্ত ক্লাস হয়। বিষয়টি একটু দেখবেন।
এম মাহবুব, ১৬ অক্টোবর, ২০২৩
শিক্ষকদের বেতন লাগেনা। তারা তো মানুষ না।
Md. Abdul Jalil, ১৬ অক্টোবর, ২০২৩
কিছু প্রতিষ্ঠান প্রধান আবার বলেন ব্যক্তিগত কাজ সব শুক্রবার আর শনিবার করে নিতে। বর্তমান শিক্ষা আইনে এর কোন সমাধান নাই। তাই EFT অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষকদের বেতন প্রদান করা হোক।
কার্ত্তিক চন্দ্র চক্রবর্তী।, ১৬ অক্টোবর, ২০২৩
বেতন তোলার জন্য অবশ্যই শিক্ষকদের সুযোগ সুবিধা দেয়া উচিত এবং এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকা অতীব জরুরী।