মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

md. rafikul islam, ০২ নভেম্বর, ২০২৩
ফ্রান্সের বৃত্তি পেলেও দেশে নির্যাতিত হয়েছে, এটার মানে শিক্ষকদের কাছে নম্বর দিলে শিক্ষার্থী রা নির্যাতিত হবে।প্রাইভেট না পড়লে মূল্যায়নে ভালো মার্ক দিবে না।তাই শিক্ষক যাতে প্রাইভেট না পড়াতে পাে তার ব্যবস্থা আগে নিতে হবে।
অধ্যক্ষ মো. রহমত উল্লাহ্‌, ০২ নভেম্বর, ২০২৩
নতুন কারিকুলামে শিক্ষকদের যোগ্যতা ও নিরপেক্ষতা অত্যাবশ্যক। অথচ আমাদের দেশে এ দুটোই বড় চ্যালেঞ্জ! তাই আমি শুরু থেকেই লিখে আসছিলাম, ধীরে এগুনো উচিত। প্রথমেই এত বেশি পরিমাণ নম্বর শিক্ষকদের হাতে দেওয়া উচিত নয়। কিন্তু...!