বেজমেন্ট শক্তিশালী না করলে, উচ্চশিক্ষায় ব্যায় বাড়িয়ে কোনো লাভ হবে বলে আমরা মনে করিনা। মাধ্যমিক হলো সেই বেজমেন্ট। এখানে নজর না দিলে কোনো কিছু করেই লাভ হবেনা। ইন্ডিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা সব দেশ যখন মাধ্যমিক শিক্ষা কে গুরুত্ব দিয়ে এগিয়ে যাচ্ছে,সেখানে আমরা মাধ্যমিক শিক্ষাকে দেউলিয়া করে দিচ্ছি, যা সামনের দিকে ভয়ংকর বিপদ ডেকে আনবে।