মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md.Mostafizur Rahmam, ১৩ ডিসেম্বর, ২০২৩
নিসন্দেহে এ শিক্ষাক্রমের প্রতি শ্রদ্ধাবোধ পোষণ করছি।কিন্তু,প্রশ্ন হচ্ছে-ডাইনামিক শিক্ষক তৈরীর জন্য কি perfect ও ডাইনামিক training,আর্থিক ও টেকনিক্যাল সুযোগ-সুবিধা শিক্ষকরা পাচ্ছে? শিক্ষকরা যে সম্মানী পায় তাতে করে তাকে তো ভিন্ন পেশার দিকে মন দিতে বাধ্য হতে হয়।নইলে পেটের ক্ষুধা নিয়ে চলন-বলনে,পোশাক-পরিচ্ছেদে শিক্ষক কিভাবে ডাইনামিক হবে?পেটে ক্ষুধা আর মনমরা অবস্থা নিয়ে কি dynamic teacher হওয়া যায়?তাছাড়া শিক্ষার্থীর তুলনায় ক্লাসরুম ফেসিলিটিজ কি আছে?এসব দিক বিবেচনা করে যথোপযুক্ত সিদ্ধান্ত নিলে সোনার বাংলাদেশ গড়ার এ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হবে ইংশাআল্লাহ।