মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Golam Mostofa, ১৪ ডিসেম্বর, ২০২৩
আমি মাদ্রাসায় ১৯৯৬ সালে সমাজবিজ্ঞান শিক্ষক হিসেবে যোগদান করি এবং ১৯৯৮ সালে বি এড করি। ২০০২ সালে মাদ্রাসাটি এমপি ভুক্ত হয়। আমি তখন দশম গ্রেড এমপিও ভুক্ত হই। আমি বর্তমানে নবম গ্রেডে আছি। আমি কি অষ্টম গ্রেড পাব? না পেলে না পাওয়ার কারণ কি?
Mohammad Mahabubul Alam, ১৩ ডিসেম্বর, ২০২৩
একইসঙ্গে যোগাদানের পাঁচ বছরের মধ্যে মাদরাসা শিক্ষকদের বিএড করার বিধান এ নীতিমালায় অন্তর্ভুক্ত করা প্রস্তাবও করা হয়েছে। আমি মাদ্রাসায় ২০০৪ সালে যোগদান করি এমপিও হয় ২০১৯ সালে এবং ২০২০ সালে বিএড করি। আমি কি বিএড স্কেল পাবো না? উল্লেখ্য প্রতিষ্ঠান করার পর কবে এমপিও হবে তার কোন নিশ্চিত নেই। ১৫ বছর পর এমপিও হলে এমপিও হওয়ার পূর্বে কোন আশায় বিএড করবে। তাই প্রতিষ্ঠান হওয়ার ৫ বছরের মধ্যে না-কি এমপিও হওয়ার ৫ বছরের মধ্যে বিএড করলে বিএড স্কেল পাবে।