মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ২৫ জানুয়ারি, ২০২৪
শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নিয়োগ ব্যবস্থা চালু হলে, তাহলে রক্ষক ভক্ষক হয়ে যাবে। দেখা যাবে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান, কমিটির র সভাপতি ও ডিজির মনোনীত প্রতিনিধি মিলে মোটা অংকের টাকার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানেযোগ্যদের স্থান হবে। তাহলে যোগ্য ও মেধাবীদের স্থান কোথায়? এ ক্ষেত্রে অনেক প্রশ্ন দেখা দিবে। শিক্ষার মত পবিত্র জায়গায় যদি যোগ্য ও মেধাবীদের স্থান না হয়, তাহলে আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে অযোগ্যদের আখড়ায় পরিণত হবে। এতে কোন সন্দেহ নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য ও মেধাবীদের স্থান ঠিক করতে হলে যতসব নিয়োগ প্রক্রিয়া রয়েছে তার সকল নিয়োগ ব্যবস্থা সরকারের অধীনে নিয়ে যাওয়া উচিত বলে মনে করি। এছাড়া সুষ্ঠু ও হয়রানি ঠেকাতে বিসিএস পরিক্ষার মতো একটি আলাদা সার্ভিস কমিশন গঠন করলে অসাধু প্রতিষ্ঠান প্রধান, কমিটির সভাপতি ও ডিজির মনোনীত প্রতিনিধিদের মতো দূর্ণীতি পারায়ন ব্যক্তিদের অশুভ থাবা থেকে দেশের প্রকৃত যোগ্য ও মেধাবীদের স্থান হবে বলে মনে করি। অন্যতায় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের নিয়োগ পদ্ধতি কোন কাজে আসবে না। বরং প্রকৃত মেধাবীরা হতাশায় ভুগবে। এসব মেধাবীরা শিক্ষার মত মহৎ পেশা থেকে অনেক দূরে থাকবে এতে কোন সন্দেহ নেই।