মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Reajul islam, ২৭ জানুয়ারি, ২০২৪
বদলি চাই বদলি চাই। বদলি অনেক দেরি হয়েছে আর দেরি নয়। ২০১৯ সাল হতে বদলি নিয়ম হওয়া কথা ছিল। আজও বদলি হয়নি। আমিন।।
Reajul islam, ২৭ জানুয়ারি, ২০২৪
শিক্ষাকদের বদলি চাই । ২০১৯ সাল হতে শিক্ষাক বদলির কথা শুনি কিন্তু বদলি হচেছ মা। ঈদের আগে বদলি দেখতে চাই ।
Md. Eunus Ali, ২৭ জানুয়ারি, ২০২৪
মতামতটি অনেকটাই আমার কাছে গ্রহণ যোগ্য।
Suraiya Akter Akter, ২৬ জানুয়ারি, ২০২৪
সর্বজনীন বদলী প্রক্রিয়া শুরু হোক ।
DULAL DAS, ২৬ জানুয়ারি, ২০২৪
অত্যন্ত যুক্তিযুক্ত ও চমৎকার উপস্থাপন। সকল ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চাই এবং শর্তহীন বদলি চাই।
Md.Mahabubur Rahaman, ২৬ জানুয়ারি, ২০২৪
সর্বজনিন বদলি চাই,তা না হলে ঝামেলা হবে।বদলি চাই বদলি চাই.............।
মো. নেয়ামত উল্যাহ। প্রভাষক (আরবি), পালাখাল সালেহিয়া আলিম মাদ্রাসা। কচুয়া, চাঁদপুর । ০১৮১৯০৯৯১২৭, ২৬ জানুয়ারি, ২০২৪
সনদ বিবেচনার কোন প্রয়োজন নাই। নিম্নোক্ত প্রস্তাবের ভিত্তিতে বদলি করা যেতে পারেঃ- ১. শুধু দুরত্ব বিবেচনা করেই বদলি করা যেতে পারে। ২. শূন্য পদ বিবেচনা করেই বদলি করা যেতে পারে। ৩. চাকুরিতে যোগদানের জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলি করা যেতে পারে।
Khalil Master, ২৫ জানুয়ারি, ২০২৪
সবাই শিক্ষক অথবা এক‌ই অধিদপ্তরের চাকরি করে, তাহলে এতো নিয়ম কেন। যে যেভাবেই নিয়োগ পেয়েছে তাতে কি হয়েছে। কমিটির নিয়োগ কি বিধি মোতাবেক নয়। যখন যে বিধি সেই বিধি মোতাবেক হলেই তা অবশ্যই ঠিক। আপনারা প্রশ্ন তোলেন কি ভাবে। যদি নীতিমালা হয় তাহলে সবার জন্য হবে। সিম্পল, আপনারা কিছু বেশি বুদ্ধিমান দের মডিফাইড মতামতের জন্য হয়তোবা সমস্যা।