মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Asstt. Professor Obydul Haque, ২৯ জানুয়ারি, ২০২৪
এই সমস্ত লেখা বন্ধ করেন। তেল মেরে কাজ হবে না।
md.abdul quddus, ২৯ জানুয়ারি, ২০২৪
1981সাল থেকে2023সাল পর্যন্ত আশায় ছিলাম হয়তো সরকারী কর্মচারী হতে পারবো,দুর্ভাগ্য 43 বছরেও কপাল খুললো না।এখন বেঁচে থাকতে কল্যানের ওঅবসর সুবিধার টাকা দেখতে পারবো কিনা ভাবছি।কর্মময় জীবনে বহু সরকার,অনেক আইন দেখেছি শুনেছি বাস্তবে কয়টি রুপ পেয়েছে।হায়রে কপাল!
SHEIKH ATAUR RAHMAN, ASSISTANT TEACHER(ENGLISH), KUKRADANGA HIGH SCHOOL,SADAR, NILPHAMARI, 01728541763, ২৯ জানুয়ারি, ২০২৪
ভাগ্যবানের বোঝা ভগবানে বহে- আমরা এবার যোগ্য শিক্ষা মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেযেছি বৈকী! তা না হলে শিক্ষকের প্রাণের কথা ও দাবী তাঁদের কীভাবে সহজে আসে। তাঁরা শিক্ষকদের চাওয়াটা কী এবং অভাবটা কী তা বুঝতে পেরেছেন। আমরা আশাবাদী। জাতীয়করণ সময় ও যুগের দাবী।