মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Syed Rafiq Ali, ৩০ জানুয়ারি, ২০২৪
উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হচ্ছে দেশ উন্নত হচ্ছে। অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। বদলি সদ ইচ্ছা থাকলে বদলি কোন ব্যাপারই না। বাংলাদেশ এখন এনালগ থেকে ডিজিটাল হয়েছে।
লায়েক হাসান, ৩০ জানুয়ারি, ২০২৪
বদলির সময় যত কাহিনী শুরু হয়, আইন ঠিক করে তারপর মিটিং এর ডাক দিতে পারে না। গাজাখোর সবাই। বদলি না দিলে বাসা ভাড়া বাড়ানো হোক। বাসা থেকে ৬০০ কিলো দূরে পোষ্টিং। মাত্র ১০০০/- বাসা ভাড়া। ফ্যামিলি নিয়ে এই বেতনে থাকা সম্ভব না। বদলি না দিলে বাসা ভাড়া বাড়ানো হোক।
RUBEL MAZUMDER, ৩০ জানুয়ারি, ২০২৪
এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বদলি একান্ত আবশ্যক। বি.দ্র. অনেক শিক্ষক আছে নওগাঁ জেলার চাকুরি করে ঝালকাঠি তার বাড়িতে যেতে অনেক সময় ও খরচ হয় বিধায় তাদের যে বেতন তাতে বছরে ০৫ বার বাড়িতে গেলে ০৩ মাসের বেতন খরচ হয়ে যায় বিধায় তাদের বদলি একান্ত দরকার। বদলি বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।
Md Aktar Ali, ৩০ জানুয়ারি, ২০২৪
দেশের জনগনের সমস্যা সমাধা করা বর্তমাব সরকারের ১ম দায়িত্ব। বেসরকারি শিক্ষকদের বদলি সমস্যা সমাধান করা দরকার।
Reajul islam, ৩০ জানুয়ারি, ২০২৪
. . . সকল শিক্ষাকদের সহজ নিয়মে বদলি করতে হবে । অনেক দুরে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে হয়। ২০১৯ সাল থেকে বদলি কথা শিনি কিন্তু বদলি আর দেখিতে পাই নাই । বদলি আমাদের অধিকার ।। যাহারা বদলির দায়িত্বতে আছেন তাদেরই কাছে এটাই আমারদের দাবি । আল্লাহ আপনাদের উপর রহমত করুক। অনেক কষ্টে আছি বদলির অপেক্ষায়।। আআহুমমা আমিন।। ।
Md. Shahabul Islam, ২৯ জানুয়ারি, ২০২৪
আর কতো নাটক দেখতে হবে, চলেন সবাই চাকরিটা একযোগে ছেড়ে দিয়ে গার্মেন্টসে কাজ শুরু করি। পরিবার পরিজন নিয়ে তাও ভালো থাকা যাবে!!!!!