মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তটি প্রশংসনীয়। তবে এমন অনেক প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত নয়। তদুপরি সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন নিয়ম থাকবে।
Ajay Kumar Bacher, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তটি প্রশংসনীয়। তবে এমন অনেক প্রতিষ্ঠান আছে যাদের মাধ্যমিক স্তর এমপিও ভুক্ত নয়। তদুপরি সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন নিয়ম বলব থাকবে।
S.M.MAHBUB-UR-RAHMAN, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
পরিপত্রে একটু সংশোধন দরকার।অনেক সহ:প্রধান যাদের যোগ্যতা নরমালি বি.এ পাস। তাও ২/৩ টাতেই ৩য় বিভাগ। তাদের সাবজেক্ট নলেজ ভালো, না অফিসিয়াল কাজ বোঝে, আর মুখের ভাষা তো মাশাল্লাহ! শুনলে মনে হয় এ কোথায় পাঠাইছে এনটিআরসিএ।বদলি চাই নিজ এলাকায়। অতি দ্রুত। মানসম্মত শিক্ষা ও শিক্ষকদের ভালো রাখার আপাতত এটাই বেস্ট ওয়ে। সেই সাথে বেতনটা যেন অটোমেশন হয়। না হলে আবার কমিটি আর প্রধানকে তাজা করতে নিজে চুপসে যাওয়া লাগবে।
Belal, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
উচ্চ মাধ্যমিক নন এম পি ও, মাধ্যমিক এম পিও তখন কি এমপিও শিক্ষক ভারপ্রাপ্ত হবে না কি নন এম পি ও প্রভাষক ভারপ্রাপ্ত হবে