মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

md.abdul quddus, ১৩ মার্চ, ২০২৪
কমেন্ট করে লাভ কি?কমেন্টের খোনো প্রতিক্রিয়া হয়না।এই যে গত 22/2/2024 বে-সরকারী শিক্ষকদের কল্যান ও অবসরের টাকা অবসরের ছয় মাসের মধ্যে আদালত রায় দিয়েছে।এটা আদা কি বাস্তবায়ন হবে?
MD AYUB HOSSAIN KHAN, ০৯ মার্চ, ২০২৪
আমি গত 26/12/2021 তারিখে আবেদন করেছি। আমার আবেদনের সময় 2বছর 3মাস চলছে । এর রকম আরো অনেক শিক্ষক আছেন তাদের বিষয় কি হবে? কোন নির্দেশনা নাই। আশা করি কর্তৃপক্ষ বিবেচনায় সুদৃষ্টি দিবেন।
মোঃ নজরুল ইসলাম, ০৮ মার্চ, ২০২৪
আইন আইনি থেকে যাবে। না দিলে ওদের কিছুই করতে পারবেন না। নয় মাসের মেসি হলো কল্যাণে টাকার জন্য আবেদন দিয়েছি। আমি গিয়েছিলাম আমাকে বলেছে তিন বছর পরে আসেন। ঘুষ দিলে ১ থেকে দেড় মাস মাসের মধ্যে পাওয়া যেত।
MD AYUB HOSSAIN KHAN, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
কার্যকর হলেই আলহামদুলিল্লাহ। বহুদিনের শিক্ষকদের চাওয়া পাওয়ার অনসান হবে ইনশাল্লাহ।
Monjurul karim, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
Shuvo buddir udoy ghotce..
Hasinur, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
এই আদেশটি বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব না। এর বিরুদ্ধে আপিল হবে। তবে, যদি চালু হয় তাহলে ৫ লক্ষ শিক্ষক ও শিক্ষকদের পরিবার-পরিজন মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রীর জন্য যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শিক্ষকরা অন্তরের অন্তস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করবে পাশাপাশি যদি এই অবহেলিত শিক্ষকদের জন্য পেনশনটি চালু করতে পারেন তাহলে সেটা হবে শিক্ষকদের জন্য বিশাল পাওয়া এবং আমরা শিক্ষক সমাজের বুকে একটাই নাম থাকবে আওয়ামীলীগ শুধু আওয়ামী লীগ পাশাপাশি কলিজার টুকরা শিক্ষকদের নয়ন মনি নওফেল স্যার এবং শিরোমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার অহংকার জাতির অহংকার পরবর্তী প্রজন্মের গর্ব
মোঃ মহিদুল ইসলাম সিনিয়র শিক্ষক নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয়, আত্রাই, নওগাঁ।, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
কার্যকর হলেই ভালো। শুভংকরের ফাঁকি যেন না হয়।