মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Binoy Krishna Bhowmick, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
মাননীয় মন্ত্রী মহোদয় যতক্ষন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর প্রধান ও সহকারী প্রধান সরকারি ভাবে নিয়োগ এর ব্যাবস্হা না হচ্ছে এবং সেই সাথে সব পর্যায়ের শি ক্ষকদের বদলি ব্যাবস্হা চালু না করছেন ততক্ষন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূর্নীতি দূর করতে পারবেন না। কারণ এলাকা প্রীতি, স্বজনপ্রীতি, ধর্ম পরিচয় এগুলো র কারনে অনেক যোগ্য শিক্ষক তার ন্যাজ্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে যার ফলে তারা মনোযোগ দিয়ে আর শিক্ষা দান করছে না। তাই বদলি ও পদ্দন্নতি সব সরকারের মাধ্যমে করা প্রয়োজন নতুবা কোন পরিবর্তন আসবে না।