মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Suraiya Akter Akter, ১১ মার্চ, ২০২৪
ছুটি নিয়ে এতো নাটক কেন ? শিক্ষকদের এমনিতেই ভোগান্তির শেষ নেই আবার ছুটি নিয়ে নতুন নাটক ।
মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ১১ মার্চ, ২০২৪
রমজান মাসের সাথে অন্যান্য মাসের তুলনা বাতুলতা বৈ কিছুই না। রমজানের ইবাদতের সাথে অন্যান্য মাসের ইবাদত অতুলনীয়। এই মাসে রাত ৩টার সময় ঘুম থেকে উঠে সেহরির ব্যবস্হা করতে হয়,যা অন্য কোন মাসে করতে হয় না। সারাদিন সিয়াম পালন করে, বিকালে ইফতারি ও রাতের খাবারের রান্নার কাজে অনেক ছাত্র ছাত্রী যারা রান্নার কাজে আম্মুকে সহযোগিতা করে থাকে। এরপর দীর্ঘ রাত পর্যন্ত্য তারাবির নামাজে সময় ব্যয় করতে হয়। এরপর যদি শিক্ষক -শিক্ষিকা অথবা ছাত্র ছাত্রীদের ক্লাস করতে হয়, এর চাইতে অমানবিক আর কি হতে পারে? বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিবেচনা করার জন্য অনুরোধ রইলো।
Rubina, ১১ মার্চ, ২০২৪
রাষ্ট্রের আপিলের পরেও যদি পূর্বের হাইকোর্টের আদেশ বহাল থাকে তাহলে শিক্ষকরা তাদের রমজানের ছুটি থেকে বঞ্চিত হলো সে ছুটি গুলো কি পরবর্তীতে দেওয়া হবে? রাষ্ট্রের কাছে আপনি ৫ লক্ষ শিক্ষকের হয়ে প্রশ্ন করবেন। এটা আপনার কাছে ৫ লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আমার অনুরোধ ।