মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Mosfiqur Rahman, ১৭ মার্চ, ২০২৪
Kon desher koto salary seta bollen na? Amar mone hoy Bangladesh e sorbo nimno salary. J deshe teacher der cheye garments kormider salary beshi sekhane r ki bolar ace.
md. shamsul hoque, ১৪ মার্চ, ২০২৪
পবিত্র রমজান মাসে স্কুল খোলা রাখা ও কিছু বাস্তব চিত্র ঃ ১) শিক্ষার্থীর উপস্থিতি অত্যন্ত কম । ২) ২/৩ ক্লাশ পর শিক্ষার্থীদের ঝিমিয়ে পরা বা মাথা নিচু করে চোখ বন্ধ করে থাকা। ৩) ক্লাশে অমনোযোগী থাকা। ৪) ক্লাশে না আসা শিক্ষার্থীদের কিছু অধ্যায় একেবারেই বাদ পরা বা না বোঝা। ৫) ক্ষুধার্ত শরীরে ক্লান্ত দেহে পায়ে হেঁটে বাড়ী ফেরা। ৬) বক বক করে তৃষ্ণার্ত মুখে শীক্ষকদের পাঠদান অব্যাহত রাখা ইত্যাদি।
মোঃ আবু সাঈম, ১৪ মার্চ, ২০২৪
কোনো দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা কত তা জানার দরকার? কোনো দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাসিক বেতন কত তা জানার দরকার ? কোনো দেশের শিক্ষকদের বদলি নাই তা জানার দরকার । কোনো দেশের বাড়ি ভাড়া কত তা জানার দরকার ? এদেশের যে সব চাকরি জীবির মধ্যে বেসরকারি ইনডেক্স ধারী শিক্ষকদের বেতন কম। এটিই সত্য
MD. SHAHIDUL ISLAM, ১৩ মার্চ, ২০২৪
কোনো দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা কত তা জানার দরকার? কোনো দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাসিক বেতন কত তা জানার দরকার ? কোনো দেশের শিক্ষকদের বদলি নাই তা জানার দরকার । কোনো দেশের বাড়ি ভাড়া কত তা জানার দরকার ? এদেশের যে সব চাকরি জীবির মধ্যে বেসরকারি ইনডেক্স ধারী শিক্ষকদের বেতন কম। এটিই সত্য ।
Reajul islam, ১৩ মার্চ, ২০২৪
বিশ্বের মুসলিম দেশের শিক্ষকদের মাসিক বেতন কত ? তাদের বাড়ি ভাড়া কত ? মুসলিম দেশের শিক্ষকদের উৎসব ভাতা কত ? তাদের বদলি আছে কি-না ? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের বদলি নাই । এসব বিষয় নিয়ে তুলনা করবেন।
Reajul islam, ১২ মার্চ, ২০২৪
কোনো দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা কত তা জানার দরকার? কোনো দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাসিক বেতন কত তা জানার দরকার ? কোনো দেশের শিক্ষকদের বদলি নাই তা জানার দরকার । কোনো দেশের বাড়ি ভাড়া কত তা জানার দরকার ? এদেশের যে সব চাকরি জীবির মধ্যে বেসরকারি ইনডেক্স ধারী শিক্ষকদের বেতন কম। এটিই সত্য ।
মইনউদ্দিন আহমেদ রাশেদ, ১২ মার্চ, ২০২৪
অনেক হাবিজাবি লোক ঘুষ দিয়ে শিক্ষক পদে নিয়োগ পেয়ে নিজেদের শিক্ষক দাবি করে। তাইতো যতই চিল্রাক তাদের দিকে কেউ তাকায় না। যারা প্রকৃত শিক্ষক তাদের মর্যাদায় কোনো ঘাটতি নেই।
Suraiya Akter Akter, ১২ মার্চ, ২০২৪
সাধারণ একটি ছুটি নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখতে হলো অভিভাবক, ছাত্র, ও শিক্ষকদের । ছুটি নিয়ে বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের ছুটির সাথে তুলনা করে অথচ এদেশের শিক্ষকদের কতো কষ্ট করে দিনাতিপাত করতে হয় এ খবর দৈনিক শিক্ষাডটকম ছাড়া কেউই প্রচার করেনা । শিক্ষকদের এখন আর তেমনটা সম্মান দেননা কেউই, দিলে শিক্ষকদের এই নাজেহাল অবস্থা দেখতে হতোনা ।
Mowsumi, ১২ মার্চ, ২০২৪
রোজা উপলক্ষে কোন দেশে খাদ্য-দ্রব্যের দাম কি পরিমানে বাড়ে/ কমে, তার একটা তালিকা দিয়েন আপনারা।
md. rafikul islam, ১২ মার্চ, ২০২৪
দৈনিক শিক্ষার লাজ আছে বলেই নিউজ করে।তবে তারা ছুটির তুলনা করেনা শুধু। অনেক যোগ্যতা ও নৈতিক মনোবল নিয়ে সেসব দেশে শিক্ষক হতে হয়। মামার সুপারিশে শিক্ষকতা পেশায় ঢোকার নজির পৃথিবীতে বাংলাদেশ ছাড়া কোথাও নেই। দৈনিক শিক্ষাডটকম সেই সব খবর রাখে।
মোঃ মামুন হোসাইন, ১২ মার্চ, ২০২৪
তথ্য তুলে ধরা দালাল সাহবে। পৃথিবীর কোন দেশে শিক্ষক-কর্মচারীদের কত টাকা বেতন দেয় সেটা তুলে ধরতেন? আর পৃথিবীর কোথাও কোন দেশে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বাড়ে তা তুলে ধরতেন? বাকী মন্তব্য পরে করবো। এগুলোর উত্তর দেন।
মোহাম্মদ মুছা শিক্ষক হুলাইন হযরত এয়াছিন আঃ হাঃ আঃ সিনিয়র মাদ্রসা, ১২ মার্চ, ২০২৪
যুগ যুগ ধরে এদেশে রোজার প্রথমদিকে স্কুল কলেজ খোলা ছিলো। মাত্র গত কয়েকবছর ধরে ঢাকায় জ্যামের অজুহাতে স্কুল বন্ধ করা হয়। এখন সেটাকেই বোকারা নিয়মে পরিণত করতে চায়।
মোঃ আব্দুল আওয়াল, ১২ মার্চ, ২০২৪
কোন দেশে কত বেতন এবং কত টাকা উৎসব ভাতা তার একটি সংবাদ প্রচার করুন
সাগর খান, ১২ মার্চ, ২০২৪
কোন দেশের শিক্ষকদের সম্মানি কত?
Dhalu sutradhar, ১২ মার্চ, ২০২৪
১২৫০০ টাকা বেতন দিবে আর তুলনা করবে ইরাকের সাথে
Dhalu sutradhar, ১২ মার্চ, ২০২৪
শুধু কোন দেশে কয়দিন ছুটি তার তুলনা দিলে হবে? অন্য দেশের শিক্ষকরা বেতন কত পায়, বাড়িভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা কত পায় তার তুলনা করতে হবে।
Md. Habibullah Habib, ১২ মার্চ, ২০২৪
রমজানে কোন দেশে ভোগান্তি কেমন দয়া করে তার একটি প্রতিবেদন লিখুন।
MD. Ali Akbar Bhuiyan, ১২ মার্চ, ২০২৪
আমার মনে হয় সরকারের ভিতরে কিছু ধর্মদ্রোহী ও রাষ্ট্রদ্রোহী ঘাপটি মেরে নিজেদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়নে স্পর্শকাতর ধর্মীয় স্বাধীনতায় আঘাত করে এদেশের ধর্মপ্রীয় সংখ্যা গরিষ্ঠ মুসলমানদেরকে সরকারের বিরুদ্ধে সেন্টিমেন্ট গ্রো করে রমজানে স্কুল কলেজ,মাদ্রাসা খোলা রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছে! যুগ যুগ ধরে এদেশে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল অথচ লেখাপড়ার ক্ষতি হয় নাই আর এখন ১০/১৫ দিন বিদ্যালয় চালু রেখে হাত্রদের বিরাট লাভ করে ফেলবে! আসলে রোজার মধ্যে ডিষ্টার্ব করে একটা মহতি কাজ পূর্নাঙ্গ বাস্তবায়নে বাধাগ্রস্থ করার অপচেষ্টা ছাড়া আর কি! আসলে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বাস্তবায়ন ছাড়া দেশপ্রেমিক আদর্শ মানুষ হ ও য়া যায় না! তাই রমযানে পরিপূর্ণ সিয়াম সাধনা করে আলোকিত মানুষ হওয়ার অপূর্ব সুযোগ এই মাহে রমজান!!! আর নৈতিক শিক্ষা তো শিক্ষার ই এক এক অবিচ্ছেদ্য অংশ।আর ধর্ম ছাড়া নৈতিকতা আসবে কোত্থেকা? কিন্তু কিছু ভীনদেশী ইজারা দার (এজেন্ট) আর প্রকল্প ব্যবসায়ীরা মহা দাপটে এহেন অপকর্মগুলী করে যাচ্ছে! আর নিজেদের গোপন উদ্দেধ্য বাস্তবায়নে লিপ্ত রয়েছে! তাই নীতি নির্ধারনী ফোরামে কারা এসব অপকর্ম গলী করে সরকারকে মিসগাইড করছে তাদের বিষয়ে সতর্ক না হলে সর্বনাস করে ফেলবে!!!
Md.ibrahim Munshi, ১১ মার্চ, ২০২৪
দৈনিক শিক্ষার প্রতি অনুরোধ রইলো। পৃথিবীর কোন দেশে কত টাকা শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া তা প্রকাশ করুন।
Tabiatkowser, ১১ মার্চ, ২০২৪
এই ছুটির তালিকা এতদিন কোথায় লুকিয়ে ছিল?