মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Sobuz Miah, ১৩ মার্চ, ২০২৪
জনাব আপনারা যেমন বিভিন্ন দেশের বিশেষ করে মুসলিম দেশের ছুটির তথ্য দিয়ে সরকারকে হেল্প করলেন তেমনি অন্য দেশের শিক্ষকদের বেতন নিয়ে তথ্য দিয়ে সরকারকে হেল্প করুন। যেন তখনো রিপোর্ট করতে পারেন যে আদালত পাড়ায় দৈনিক আমাদের বার্তার কারণে শিক্ষকদের বেতন বেড়েছে। উভয় কুল রক্ষা করতে পারবেন তো?!
Md. Abul Kalam, ১২ মার্চ, ২০২৪
অন্যান্য দেশের মত শিক্ষকের মর্যাদা দেওয়া হোক ।
মোঃ সিদ্দিকুর রহমান, ১২ মার্চ, ২০২৪
গ্রীষ্মের ছুটি, শীতের ছুটি, রমজানের ছুটি কেন বাতিল করা হচ্ছে??? বুঝতে পারছি না,,,,,,,,
Suraiya Akter Akter, ১২ মার্চ, ২০২৪
কালে কালে কতো কি দেখতে হবে জানিনা । সাধারণ একটি ছুটি নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখতে হলো ছাত্র, শিক্ষক ও দেশের সকল মানুষকে ! আরও না জানি কতো কি দেখতে হবে শিক্ষকদের !
মোঃ সোলায়মান হোসাইন, ১২ মার্চ, ২০২৪
একই ভাবে যেনা ব‍্যাভিচার,ধর্ষণ,সুদ ঘুষ অন‍্যায় হত‍্যা লুঠ অর্থপ্রাচার সর্ব বিষয়ে অন‍্যান‍্য মুসলিম দেশের আইন ও বিচার ব‍্যবস্থা চালু হোক। আমরা অন‍্যকে অনুসরণ করব কেন আমাদের নিজস্ব স্বকীয়তা-মর্যাদা কী পুরোই লোপ পেতে বসেছে?জাতির কাছে প্রশ্ন।
মোঃ সোলায়মান হোসাইন, ১২ মার্চ, ২০২৪
অন‍্যন‍্য মুসলিম দেশের মত শিক্ষকদের মানমর্যাদা চাই
মোঃ সোলায়মান হোসাইন, ১২ মার্চ, ২০২৪
একই ভাবে যেনা ব‍্যাভিচার,ধর্ষণ,সুদ ঘুষ অন‍্যায় হত‍্যা লুঠ অর্থপ্রাচার সর্ব বিষয়ে অন‍্যান‍্য মুসলিম দেশের আইন ও বিচার ব‍্যবস্থা চালু হোক। আমরা অন‍্যকে অনুসরণ করব কেন আমাদের নিজস্ব স্বকীয়তা-মর্যাদা কী পুরোই লোপ পেতে বসেছে?জাতির কাছে প্রশ্ন।
জাহিদ হাসান, ১২ মার্চ, ২০২৪
আসলে এটা একমাত্র পত্রিকা যেটা সময় সত্য কথা লেখে। তাই মাঝে মধ্যে জেলে যেতে হয়, মামলা ও হামলার শিকার হতে হয়। কিন্তু আমাদের দেশের কতিপয় মাস্টার পক্ষপাতদুষ্টু। তারা বিবেকহীন। কিন্তু তারা শিক্ষক পদে চাকরি নিয়ে দেশটার ক্ষতি করে চলছে
MD.MAHMUD HASAN, ১২ মার্চ, ২০২৪
আগেই জানতাম একমাত্র দৈনিক শিক্ষাই প্রকাশ্যে ও অপ্রকাশ্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় । কিন্তু দুই পয়সার মাস্টারদের তা বোঝার ক্ষমতা নেই।
Tabiatkowser, ১২ মার্চ, ২০২৪
শিক্ষকদের বেতন ও অধিকার নিয়ে যখন খেল তামাসা করছে, তাহলে এবার বুঝতে হবে শিক্ষকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তাই এখনই শিক্ষকদের এ ব্যাপারে সরাসরি আদালতে গিয়ে কোন একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
MD AZIZUL ISLAM, ১২ মার্চ, ২০২৪
অন্যান্য দেশের শিক্ষকদের বেতন- ভাতাদি সহ অন্যান্য সুযোগ সুবিধা গুলো উল্লেখ থাকা উচিত ছিল। আমরা বেসরকারী শিক্ষক শুধু ২৫% বোনাস পাই, এটা দেখার কেউ নেই।
Tabiatkowser, ১২ মার্চ, ২০২৪
আমাদের দেশের একটি নির্দিষ্ট সংবিধান রয়েছে। আমরা আমাদের সংস্কৃতি নিয়ে আছি। আমরা কখনোই সৌদি, ইরান, কুয়েতে চেয়ে বেশি মুসলিম না।
Mohammad Hasan Khan, ১২ মার্চ, ২০২৪
যে রিট করলো,যে রিটের বিপক্ষে যুক্তি দিল,যে বিচারক রায় দিল, এমনকি শিক্ষা মন্ত্রী, প্রধান মন্ত্রী তাঁরা সবাই ছাত্র জীবনে পুরো রমজান ছুটি কাটাননি। পৃথিবীর কোথাও তা নেই।
মহঃ আবু কায়েশ, ১২ মার্চ, ২০২৪
মুসলিম দেশের সাথে তুলনা করছেন??? এসব দেশে শিক্ষকদের বেতন কত??? বোনাস কত???? মেডিকেল ভাতা কত??? টিফিন কত??? আমাদের দেশে একজন মাস্টার্স পাশ স্কুলে যোগদান করলে প্রথমে তাকে ১২৫০০// টাকা বেতন দেওয়া হয়, ২৫% বোনাস অর্থাৎ ৩১২৫ টাকা বোনাস দেওয়া হয়। ১০০০//টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, ৫০০// টাকা মেডিকেল দেওয়া হয়। কেনো প্রকার টিফিন নেই , যাতায়াত ভাতা নেই। এর মধ্যে অবসরের সুবিধার নাম করে আবার ১০% কেটে নেওয়া হয় কিন্তু ৩/৪ বছরেেও সেই সুযোগ সুবিধা পাওয়া যায় না। কোন সভ্য সমাজে কি ১০০০// টাকায় বাড়িভাড়া পাওয়া যায়?? এই ৩১২৫ টাকা ঈদ বোনাস দিয়ে কি কোরবানি দিবে?? পরিবারে মা বাবা কিংবা স্ত্রী পুত্র, কন্যার জন্য জামা কাপড় কিনবে?? নাকি মাংশ কিনে খাবে? সারা রমজান খোলা থাকুক তাতে আপত্তি নেই তবে মুসলিম দেশের সাথে তুলনা করে শিক্ষকদের সুযোগ সুবিধা কতটুকু বৃদ্ধি করেছেন এটওও আদালতকে অবহিত করার দরকার ছিলো।।
Md.ibrahim Munshi, ১২ মার্চ, ২০২৪
এত সার্কাস প্রয়োজন ছিলোনা???
মোঃ রায়হান ইসলাম (সহকারী শিক্ষক আইসিটি), ১২ মার্চ, ২০২৪
শিক্ষা বিষয়ে যে কোন সমস্যায় শিক্ষা কর্মকর্তারা অন্যান্য দেশের উদাহারন দিয়ে যুক্তি দেখান। কিন্তু শিক্ষকদের বেতন ভাতার সময় অন্য দেশের শিক্ষকদের বেতন ভাতার সাথে তুলনা করে না। কারণ ওইসব দেশের অতি উন্নত মানসিক ও নৈতিক শক্তিসম্পন্ন ও মেধাবীরাই শিক্ষকতা আসতে পারেন। তাই তাদের সুযোগ সুবিধাও বেশি। আবার কাজও বেশি।