মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md Zillur Rahman, ১৫ মার্চ, ২০২৪
স্যার, আপনি সরকারের সুপারিশ করার জন্য বলছেন। এটা আপনার মনের কথা না।আল্লাহ যেন মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষকদের প্রতি সদয় হওয়ার তৌফিক দিন আর ইসলামের দিকে ফিরে নিয়ে আসেন।আমিন।
apu khan chowdhury, ১৪ মার্চ, ২০২৪
অন্যদেশের তুলনা করা একেবারে সঠিক নয়। কারণ (১) অন্য দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল সরকারী কিন্তু বাংলাদেশে মাধ্যমিকের কয়টি স্কুল সরকারি? (২) তাদের দেশের শিক্ষকদের বেতন আর আমাদের দেশের শিক্ষের বেতন কি এক রকম? (৩) তাদের অনেক দেশে গরম বা শিতে সময় প্রায় আড়াই হতে ৩ মাস বন্ধ থাকে। আমাদের গরমের ছুটি কয়দিন ১০/১২ দিন। তাও আবার বর্ষায় ছুটি। (৪) শিতের ১০ দিনের ছুটি এটা শেষ পর্যন্ত আর কোন সময় থাকেনা। (৫) তাদের দেশে বাচ্চাদের স্কুলে দিয়ে গার্ডিয়ানরা এভাবে স্কুলের আঙ্গীনায় এভাবে বসে থাকতে হয়না। তাদের দেশের নিরাপত্তা আমাদের থেকে অনেক ভাল। (৬) তাদের দেশে এত জ্যমজট নেই যা আমাদের দেশে আছে। (৭) আমাদের দেশের অনেক হুজুর শিক্ষক ভিবিন্ন স্থানে তারাবির নামজ পরিয়ে কিছু ইনকাম হয়। অন্য দেশে তা হয়? (৮) আমাদের দেশের বাচ্চারা বা শিক্ষকরা ঐ মান মত ( পুষ্টি গুণ সমৃদ্ধ) সেহরি খেয়ে স্কুলে আসতে পারে যেটা অন্য দেশের মানুষ পারে? (৯) অন্য দেশে রোজার সময় পন্যের দাম কমায় ব্যবসায়ীরা আর আমাদের বড়ায়। তাই যারা অন্যদেশোর স্কুলের সাথে তুলনা করেন ছুটির ব্যপারে, বাকি বিষয় গুলো বিবেচনা করে কথা বলা উচিৎ। আপনারা যদি মনে করেন বিদেশের ব্যপারে আপনারা শুধু জানেন তাহলে ভুল জানেন। সবাই এখন খবর রাখে
Mir Muhammad amimul ehsan, ১৪ মার্চ, ২০২৪
মোট কথা হল শিক্ষা
Md. Mehei Masud, ১৪ মার্চ, ২০২৪
একপেশে লেখনী।
Md Shafiqul Islam, ১৪ মার্চ, ২০২৪
স্যার আপনি শুধু বিভিন্ন দেশের স্কুল বন্ধ কতদিন সেটা দেখলেন আর ঐসব দেশে শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা দেখলেন না
md. shamsul hoque, ১৪ মার্চ, ২০২৪
আপনি অনেক সুন্দর কথা বলেছেন। কিন্তু একবার কি বাস্তবতার বিষয়টা ভেবে দেখেছেন? আপনি উদাহরণ দিয়েছেন যে সব দেশের কথা, তাদের ক্লাশ রুমের সুযোগ-সুবিধা আর আমদের দেশের স্কুল গুলোর ক্লাশ রুমের সুযোগ-সুবিধা কি একই রকম? পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন হচ্ছে তা কি কখনও দেখেছেন ? আর যে সকল শিক্ষার্থীরা ক্লাশে উপস্থিত হচ্ছে তাদের ক্লাশ করার আগ্রহটা কেমন তা কি কখনও লক্ষ্য করেছেন ? নিশ্চয়ই তা করেন নি । আমরা মনে করছি রমজানের এই কয়েটা দিন স্কুল খোলা রেখে পাঠদান করালে শিক্ষার্থীদের অনেক উপকার হবে। কিন্তু বাস্তবে তা কি হচ্ছে ? মোটেও না। আমি বাস্তবে যতটুকু দেখেছি (১) মাধ্যমিক পর্যায়ের অধিকাংশ শিক্ষার্থীই রোজা রাখে (২) ক্লাশে উপস্থিতি অনেক কম (৩) যারা উপস্থিত হচ্ছে ক্লাশে তাদের মনযোগ অনেক কম (৪) ২/৩ পিরিয়ড পর বেশিরভাগ শিক্ষার্থী কেমন যেন অলস /নিস্তেজ হয়ে পরে তখন এদের পড়া-লেখার প্রতি মোটেও আগ্রহ থাকে না। (৫) একজন শিক্ষক ২/৩ টি ক্লাশ নেয়ার পর তৃষ্ণায় কাতর হয়ে পরে। কবি বলেছেন, "ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।" বাস্তবতা এটিই যে, সব মিলিয়ে (এটি আমার ব্যক্তিগত অভিমত) রমজান মাসে ক্লাশ চালানোতে জাতি খুব বেশি উপকৃত হবে না।
Shantos Kumar Roy, ১৪ মার্চ, ২০২৪
স্যার আমাদের ছুটির কথাটা বিভিন্ন দেশের সাথে তুলনা করলেন , কিন্তু বেতনের বিষয়টা বিভিন্ন দেশের সাথে তুলনা করলেন না কেন ?
রনজীৎ মন্ডল, ১৪ মার্চ, ২০২৪
তাহলে শিক্ষক রা বছরে ৮৫ দিন ছুটি পান। তা থেকে তাদের বঞ্চিত করা হলো
Md. Shahabul Islam, ১৩ মার্চ, ২০২৪
কিছু হাবিজাবি লোক তদবির আর ঘুষে শিক্ষকতা পেশায় ঢুকে পড়েছে । তারা জানে না যে তারা কি জানে না।
Md. Kamrul Hassan Shahin, ১৩ মার্চ, ২০২৪
স্যার,আপনার কথা মেনে নিলাম। আমার একটি প্রশ্নের উত্তর দিন, অন্যান্য দেশে শিক্ষক দের বেতন, বোনাস কত আর আমাদের কত। স্যার আপনার সময় কিন্তু মনে হয় ৮৭ দিন স্কুল ছুটি ছিল।