মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ১৫ মার্চ, ২০২৪
যেসব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল এন্ড কলেজ হয়েছে সেখানেও সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান এর পদ দ্রুত পরিবর্তন করা খুবই প্রয়োজন। কেননা আগে শুধু স্কুল থাকাবস্থায় করত সিঙ্গেল দূর্ণীতি। আর তার সাথে কলেজ হওয়ার কারণে এখন দূর্ণীতি ডবল হয়ে গিয়েছে। তাই যেসব প্রতিষ্ঠান সম্প্রতি স্কুল এন্ড কলেজ হয়েছে সেখানেও সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান আলাদাভাবে করার জন্য দ্রুত নীতিমালা কার্যকর করার জন্য অনুরোধ জানাচ্ছি।
Tabiatkowser, ১৫ মার্চ, ২০২৪
শুধু এ ধরনের নতুন নিয়ম করলে শিক্ষায় দূর্ণীতি কমবে না। দেখা যাবে কমিটির প্রধান, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের মধ্যে যেসব দূর্ণীতিবাজ রয়েছে তারা তাদের এই সুযোগ অন্য পদ্ধতিতে বাস্তবায়ন করার জন্য অন্য পথ অবলম্বন করবে। সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান ভিন্ন ভিন্ন হলেও দূর্ণীতিবাজ সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান এর পকেট আগের মত চালু থাকবে। আর যেসব শিক্ষক নামের কুলাংগাররা আছে তারা তাদের নিকট শিক্ষার্থীদের কোচিং ও প্রাইভেট পড়ার জন্য আগের মত জিম্মি করে রাখবে। তাই উল্লেখিত দূর্ণীতিবাজদের ধরার জন্য ভিন্ন কোন আইন না করলে এই নতুন পদ্ধতি কোন কাজে আসবে না।