মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Nikhil roy, ২৩ মার্চ, ২০২৪
অসংখ্য ধন্যবাদ। আপনার ভাইয়া সংস্কৃতির নিগুর তত্ত্ব নিয়ে লেখার জন্য।মূলত নারী এবং সংখ্যালঘুরা যে প্রভাবশালীদের কাছে স্বীয় ব্যবহার ও নির্যাতনে বস্তু তার যথাযথ প্রতিফলন ঘটিয়েছেন আপনার লেখায়।আমি নিজেকে যে পর্যন্ত চিন্তার উন্নত স্তরে নিয়ে যেতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোন স্তরের মানুষ সেটা আমার পক্ষে বোঝাই অসম্ভব।আর আমি নামক সত্ত্বাটি আমার মধ্যে যে পর্যন্ত উন্মোচন করতে না পারবো সে পর্যন্ত আমি নিজে মানুষ না অন্য কোন দেহধারী প্রাণি তা নিয়ে আমার নিজের কাছে প্রশ্ন জাগে না কিন্তু জ্ঞানীর চেতনায় আমি অজ্ঞ ।নিজে অন্ধ হয়ে অন্যকে অন্ধ চিন্তা করবো এটাই তো স্বাভাবিক। আত্মোপলব্ধিতে আমাদের আরও দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে বিশ্লেষণ জাত চিন্তা আর ধর্মান্ধতা এক জিনিস নয়।মুক্তি পাক উচ্চ শিক্ষাঙ্গনে সংকীর্ণতার কূপমন্ডুকতা।