মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Tabiatkowser, ২৬ মার্চ, ২০২৪
আঞ্চলিক ও উপ পরিচালক এদের খেয়ে দেয়ে আর কোন কাজ নেই। এরা আছে তাদের দায়িত্ব নিয়ে শুধু এরা তাদের ফরমালেটি পালন করে যাচ্ছে। কিন্তু কাজের বেলায় কতটুকু তা কি মন্ত্রণালয়ে বসে তারা জানে? আর জেলা উপজেলায় যারা রয়েছে প্রতিষ্ঠানের সাথে আদৌ তাদের সম্পর্ক রয়েছে কি? জেলা উপজেলায় যারা শিক্ষার দায়িত্বে রয়েছে শুধু নিজের স্বার্থের বেলায় তারা প্রতিষ্ঠানের খবর রাখেন। তাহলে বলতে হয় "গোয়ালের গরু গোয়ালে নেই, কেতাবে আছে"। শিক্ষকদের অধিকার আদায় না করে কিসের এসব এজেন্ডা বাস্তবায়নের নির্দেশনা। এসব নির্দেশনা আদৌ কোন আলো দেখবে বলে কোন দিন আশা করা যায়? আর শিক্ষক সমাজের অধিকার আদায় করা ছাড়া যত ধরনের কারিকুলাম কিংবা যে কোন ধরনের নিয়ম পদ্ধতি আসুক না কেন এগুলো শুধু কাগজের পৃষ্টায় থাকবে তবে বাস্তবে নয়।
Md. Shahabul Islam, ২৬ মার্চ, ২০২৪
মাল্টিমিডিয়া ক্লাসরুম!! শিক্ষকদের বেতন এখনও এনালগে রেখে,শিক্ষকদের ২৫% উৎসব ভাতা দিয়ে,১০০০ টাকা দিয়ে, মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনার চিন্তা কেমন,,,, আপনারাই মন্তব্য করুন।