মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md, Abdus Sattar, ১০ এপ্রিল, ২০২৪
প্রচার অপ প্রচার থাকবেই স্যার, কিছু শনিবার খোলা না রেখে রমজানের যা প্রয়োজন খোলা রাখুন। ধন্যবাদ---
মোঃ মিজানুর রহমান, ২৭ মার্চ, ২০২৪
মাননীয় শিক্ষামন্ত্রী, হিসাব করে করে দেখেছি-প্রতি বৃহস্পতিবারের ৩ ঘন্টা এবং ৪টার পরিবর্তে ৫টা পযর্ন্ত বিদ্যালয় খোলা থাকায় বছরে ৪৬ দিন বেশী ক্লাশ হয়। তাহলে শনিবার বিদ্যালয় খোলা রাখার দরকার কি ? বেসরকারী শিক্ষকদের প্রতি আপনাদের এত রাগ কেন? সরকারী অন্যান্য অফিসকে শনিবার খোলা দিয়ে -----
Tabiatkowser, ২৬ মার্চ, ২০২৪
এই শিক্ষামন্ত্রী হয়তো বেশি সময় লাস্টিং করবে না।
Tabiatkowser, ২৬ মার্চ, ২০২৪
সপ্তাহে দুই দিন ছুটি কোথায় হলো? আগেতো এমনিতেই শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। বর্তমানে শনিবার ছুটি হলেও সপ্তাহের বৃহস্পতিবার পুরো ঘন্টা ক্লাশ নিতে হয় তাহলে সপ্তাহে অর্ধ দিন ছুটি বাড়তি হয়েছে। তাহলে কিভাবে সাপ্তাহিক ছুটি দুই দিন হলো? ভালো ভাবে হিসাব করে দেখার জন্য শিক্ষামন্ত্রী আর যারা কমেন্ট করেছেন তাদের প্রতি অনুরোধ রইলো। আরো অনুরোধ জানাচ্ছি যে শিক্ষক কারো গোলাম চাকর নয়, শিক্ষকতা মহান পেশা। আল্লাহর ওয়াস্তে শিক্ষকদের ঠকানোর চেষ্টা করবেন না। ঠকাতে গেলে কিংবা শিক্ষকদের মনে যাতনা দিতে চেষ্টা করলে নিজেই ঠকে যাবেন। বর্তমান শিক্ষামন্ত্রীর আচরণ দেখলে মনে হয় তিনি সাবেক শিক্ষামন্ত্রী থেকে বাইয়াত গ্রহণ করে শিক্ষকদের প্রতি বিরুপমূল্ক আচরণ করে যাচ্ছেন। শিক্ষামন্ত্রীর আচরণ দেখে মনে হচ্ছে তিনি বর্তমান সরকারের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য কিংবা বিশেষ পুরস্কার পাওয়ার আশায় একটার পর একটা বিতর্কিত আচরণ করে যাচ্ছেন যা অত্যন্ত দুখজনক। উল্লেখ্য এ ধরনের আচরণ কোনভাবে কাম্য নয়। উল্লেখ্য যে শিক্ষদের কেউ দমিয়ে রাখতে পারেনি কেউ পারবেও না। শিক্ষকরা এগিয়ে যাবে আপন গতিতে আপন স্বত্ত্বায়।
Reajul islam, ২৬ মার্চ, ২০২৪
শনিবার প্রতিষ্ঠান খোলার কথা বলেন কিন্তু শিক্ষকদের ঈদের বোনাস শতভাগ এর কথা বলেন না কেন ? সকল নিবন্ধন সনদ ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি চিন্তা ভাবনা নেই কেন ? শিক্ষকদের বাড়ি ভাড়া কথা ও নেই ।
milon, ২৬ মার্চ, ২০২৪
আসসালামু আলাইকুম। যে দেশে শিক্ষকের বেতন হয় একজন ভ্যান চালকের নিচে। সেই দেশে ভালো মানের লেখাপড়া আর ছুটি। মাধ্যমিক বিদ্যালয়গুলো যদি জাতীয়করণ হয় তাহলে হয়তো বা আমার মনে হয় যে লেখাপড়ার মান আরো উন্নত হবে। আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষিকা 40 কিমি দুর থেকে আসে তার যাতায়াত ভাড়া 200 টাকা । সে যে টাকা বেতন পায় তার সংসার তো চলেই না বরং তার মনমানুষিকতা ভালো থাকে না । এই ভাবে শিক্ষকতা পেশা একদিন ঘৃনারি পেশা হবে।
মোঃ আবদুর রহমান, ২৬ মার্চ, ২০২৪
রমজানের ছুটির সাথে শনিবারের ছুটি সমন্বয় করবেন না।শিক্ষাকতা পেশা এমন একটি পেশা যেখানে একজন শিক্ষক অন্যান্য যেকোনো পেশার মানুষের চেয়ে অনেক বেশি মানষিক পরিশ্রম তথা মেধার পরিশ্রম করে থাকেন। তাই একজন শিক্ষক সপ্তাহে 05 দিন পাঠদানের পর 02 দিন ছুটি তার মানসিক প্রশান্তি এনে দেয় এবং পরবর্তী সপ্তাহে ভালো পাঠদানের জন্য প্রস্তুতি নেয়। তাই আমাদের অনুরোধ যাতে শনিবারের ছুটি বাতিল করা না হয়।
MOHAMMAD SAHAZ UDDIN SARKAR SUMAN, ২৬ মার্চ, ২০২৪
মাননীয় শিক্ষামন্ত্রী, ছুটির তালিকা থেকে বিভিন্ন দিবস পালনের যে তারিখগুলো আছে তা বাদ দিয়ে দিন,কারণ ঐ দিনগুলোতে স্কুলে যেতেই হয়, হাজিরায় স্বাক্ষর করতেই হয়।শুধু শুধু তালিকায় রেখে ছুটির সংখ্যা বেশি দেখিয়ে লাভ কি?
Md. Zahirul Islam, ২৬ মার্চ, ২০২৪
সবাই সাপ্তাহিক ২ দিন ছুটি ভোগ করে। এতে সকল রাস্ট্রীয় কাজ সমাধা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যদি সমাধা না হয় তা হলে সাপ্তাহিক ছুটি একেবারে না রাখাই ভালো। এক সময় আমরা শুক্রবারেও মর্নিং স্কুল করেছি। যখন সাপ্তাহিক ছুটি রবিবারে ছিল। সুতরাং লেখা পড়ার খাতিরে আমরা না হয় আবার শুক্রবারে মর্নিং স্কুল করব।
Tabiatkowser, ২৬ মার্চ, ২০২৪
একটা দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো একজন সুস্থ নাগরিকের জন্য অন্যতম দায়িত্ব, তবে অতিরিক্ত সম্মান যেন পরবর্তীতে কাল হয়ে না দাঁড়ায় সে দিকেও খেয়াল রাখতে হবে। উল্লেখ্য যে ৯০% মুসলমানদের দেশে আমার তোমার ধর্মকে জ্বলাঞ্জলি দিয়ে কোন আদর্শ বা কোন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের চিন্তা করাও ভুল। তাই বিধিমালা অনুসরণ করে যে কোন ধরনের কাজ করলে মানুষের সমালোচনা থেকে যেমন রক্ষা পাওয়া যায় তেমনি পরকালে আল্লাহর কাটগড়ায়োলও দাড়াতে হবে না। এটাই মুল কথা।
Md. Shahabul Islam, ২৬ মার্চ, ২০২৪
সব আলোচনাই করেন মাননীয় শিক্ষামন্ত্রী, কিন্তু কি কিরলে আপনার কারিকুলাম স্বার্থকতা পাবে বুঝেও না বোঝার ভান করছেন। এর মূল্য আপনাকে দিতে হবেনা। ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে ইনশাআল্লাহ।