মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Reajul islam, ২৮ মার্চ, ২০২৪
ফল ছাড়া বৃক্ষ যেমন , শিক্ষকদের বদলি ছাড়া চাকরি তেমন। সকল নিবন্ধন সনদ ইনডেক্স ধারী শিক্ষকদের মনের দাবি হচ্ছে শর্তহীনভাবে শিক্ষকদের বদলি। নিবন্ধন সনদ ধারী শিক্ষক তাহারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তাঁদেরকে বদলি করতে হবে । তা-না হলে নিবন্ধন সনদ ধারী শিক্ষকরা আবারও শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে নতুন আবেদন করবেন । তাই সকল ইনডেক্স ধারী শিক্ষকদের বদলির সুযোগ দিতে হবে।
Suraiya Akter Akter, ২৭ মার্চ, ২০২৪
বদলী ব্যবস্থা চালু করা হোক । আর যারা জাল সনদ বানায় এবং বিক্রি করে তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক ।
Reajul islam, ২৭ মার্চ, ২০২৪
ফল ছাড়া বৃক্ষ তেমন ! শিক্ষকদের বদলি ছাড়া চাকরি তেমন ! শিক্ষকদের বদলিতে এত বাধা কেন ? সকল নিবন্ধন সনদ ইনডেক্স ধারী শিক্ষকদের বদলি হলে কতৃপক্ষের সুনাম অর্জন হবে। শিক্ষকদের বদলিতে শিক্ষকদের দুঃখ দুর হবে ।এত করে কতৃপক্ষের কোনো অর্থ লাগবে না। অনেক আশা করে আছি কবে বদলির আইন চালু হবে ।