মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Reajul islam, ৩১ মার্চ, ২০২৪
বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ দাবি সাজু স্যার এর মাধ্যমে দাবি পূরণ হবে না । দীর্ঘদিন তার সাথে আন্দোলনে শিক্ষকদের দাবি পূরণ হয়নি এবং হবে না এবারেও । শিক্ষকদের আন্দোলন ছাড়া দাবি সমূহ পূরণ হবে না। দীর্ঘ ২০ বৎসর যাবত শতভাগ বোনাস পায়নি শিক্ষকেরা।
md.a alim, ৩০ মার্চ, ২০২৪
সাজু মাজুর জন্য দাবি পুরুন হচ্ছে না।
md.a alim, ৩০ মার্চ, ২০২৪
দাবি দাবিই থাকবে ।
mohammad sohel ahmed, ৩০ মার্চ, ২০২৪
আমরা চাই 100%
MD, ২৯ মার্চ, ২০২৪
এসব খবর দেখার মত সময় উনাদের হাতে নেই
Md. Ataur Rahman, ২৯ মার্চ, ২০২৪
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চাইলে এই ইদে ১০০℅ উৎসব ভাতা দিতে পারেন।
এনামুল হক, ২৯ মার্চ, ২০২৪
মে মাসে কর্মসূচি না,বরং ঈদের পর আর স্কুল খুলব না। ১০০% উৎসব ভাতা,সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিক্যাল ভাতা দিতেই হবে।
Reajul islam, ২৯ মার্চ, ২০২৪
বেসরকারি শিক্ষকরা শুধু কলুর বদলের মত খেটে যাবে , তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হবে। তাঁদের উৎসব ভাতা ২৫% হবে কেন ? বাড়ি ভাড়া ১০০০ টাকা কেন , বদলি ছাড়া চাকরি করতে হয় কেন ? শুধু কাজের কথা বলেন আর বেতন বৃদ্ধি করবেন না এটা হয় না।
TOSHLIM RANA, ২৯ মার্চ, ২০২৪
২৫% উৎসব ভাতা বৈষম্যমূলক অন্যায় সিদ্ধান্ত।অবশই শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করতে হবে, ১০০ পার্সেন্ট উৎসব ভাতা দিতে হবে।
Tabiatkowser, ২৮ মার্চ, ২০২৪
মাউশির মহাপরিচালক ও শিক্ষামন্ত্রীর সুন্দর সুন্দর কথায় শিক্ষকদের পেট ভরবে না। যতদিন শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় হবে না এদেশে নতুন শিক্ষাক্রম কখনো বাস্তবায়ন হবে না। আর শিক্ষকরা এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে মাঝে মাঝে এত সস্তা হুমকি দিলে কোন কাজ হবে না। যতদিন পর্যন্ত সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে একযোগে কঠোর আন্দোলন চালিয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত শিক্ষকদের কোন অধিকারও আদায় হওয়া তো দূরের কথা বরং শিক্ষকদের কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না।