মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md sahab uddin, ৩০ মার্চ, ২০২৪
প্রাথমিক বিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শুধুমাত্র MCQ এবং নাম মাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কতটা যৌক্তিক ভেবে দেখার সময় কি এখনো হয়নি???? প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব : ১। একজন শিক্ষার্থী পড়ালেখায় কতটা স্বতঃস্ফূর্ততা পাবে, তা নির্ভর করে এখানেই। ২। বাংলা, ইংরেজি পড়া+লেখা এবং গণিতের সাধারন হিসাবের ভিত কিন্তু প্রাথমিক বিদ্যালয়েই তৈরি হয়। যারা এখানে ব্যর্থ হয়, তারা যতই উচ্চশ্রেণিতে ভর্তি হয় ততই পড়ালেখা বিমুখ হয়। ৩। উচ্চশ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড রাখা হয়নি। ( বিশেষ করে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত)। বাংলা, ইংরেজি পড়া+লেখা এবং গণিতের দক্ষতার উপর। ৪। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়কে মনে করা হয়- অ আ.. ক খ.. ১, ২.. পড়ানোর বিদ্যালয় মাত্র। যা প্রাথমিক শিক্ষার চরম অন্তরায়। ..... ... যার ফল পাওয়া যায় কলেজে। কলেজ পড়ুয়া একজন শিক্ষার্থী ৪+ জিপিএ পাওয়া সত্ত্বেও, ভালোভাবে বাংলা বাক্য তৈরি করতে পারে না, ইংরেজি দেখে দেখে পড়তে পারে না, এর লজ্জা অনুধাবন করে অই শিক্ষার্থী ক্লাসে উপস্থিত থাকে না। এভাবে পয়েন্ট আউট করলে ১৫/২০ লেখা যাবে বৈকি।
Md sahab uddin, ৩০ মার্চ, ২০২৪
প্রাথমিক বিদ্যালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শুধুমাত্র MCQ এবং নাম মাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কতটা যৌক্তিক ভেবে দেখার সময় কি এখনো হয়নি???? প্রাথমিক বিদ্যালয়ের গুরুত্ব : ১। একজন শিক্ষার্থী পড়ালেখায় কতটা স্বতঃস্ফূর্ততা পাবে, তা নির্ভর করে এখানেই। ২। বাংলা, ইংরেজি পড়া+লেখা এবং গণিতের সাধারন হিসাবের ভিত কিন্তু প্রাথমিক বিদ্যালয়েই তৈরি হয়। যারা এখানে ব্যর্থ হয়, তারা যতই উচ্চশ্রেণিতে ভর্তি হয় ততই পড়ালেখা বিমুখ হয়। ৩। উচ্চশ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট মানদণ্ড রাখা হয়নি। ( বিশেষ করে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত)। বাংলা, ইংরেজি পড়া+লেখা এবং গণিতের দক্ষতার উপর। ৪। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়কে মনে করা হয়- অ আ.. ক খ.. ১, ২.. পড়ানোর বিদ্যালয় মাত্র। যা প্রাথমিক শিক্ষার চরম অন্তরায়। এভাবে পয়েন্ট আউট করলে ১৫/২০ লেখা যাবে বৈকি।