মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

BISHWANATH SARKER, ০৩ এপ্রিল, ২০২৪
জান‌তে চাই, পঞ্চম গণ‌বিজ্ঞ‌প্তির বা‌রো নংA অনুযায়ী, ই‌ন‌ডেক্স ধারী‌দের ৩৫ বছ‌রের বে‌শি হ‌লে আ‌বেদন কর‌তে পার‌বে কী?
Suranjan biswas, ৩১ মার্চ, ২০২৪
35 বছর এর বেশি বয়স যাদের হয়েছে তাদের আর শিক্ষক হওয়া হল না।
Tabiatkowser, ৩১ মার্চ, ২০২৪
এ ধরনের নিয়োগ প্রক্রিয়া বছরের পর বছর ধরে যে লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষক নিয়োগ করে দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার ঘাটতি ছাড়া কি আদৌ শিক্ষকদের কোন অধিকারে পরিবর্তন হয়েছে? নাকি এ ধরনের সিস্টেম প্রতিষ্ঠিত রেখে আমলাদের পেট ভর্তি করানো আর দেশে বেকার তৈরির কারখানার সিস্টেম চালু রাখা হয়েছে তা কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি। বছরের পর বছর ধরে শুধু এমপিও ভুক্ত করা হচ্ছে কিন্তু জাতীয়করণ এর কোন কথা বার্তা নেই। তাই এমপিওভুক্ত শিক্ষকদের গৃহপালিত প্রাণীর মত করে কারা রেখেছে এর পিছনে কোন রহস্য রয়েছে কিনা তা দেখার সকল শিক্ষকদের ঘুম থেকে জাগ্রত হয়ে দেখার সময় হয়েছে।
Tabiatkowser, ৩১ মার্চ, ২০২৪
এ ধরনের নিয়োগ প্রক্রিয়া বছরের পর বছর ধরে যে লক্ষ লক্ষ হাজার হাজার শিক্ষক নিয়োগ করে দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার ঘাটতি ছাড়া কি আদৌ শিক্ষকদের কোন অধিকারে পরিবর্তন হয়েছে? নাকি এ ধরনের সিস্টেম প্রতিষ্ঠিত রেখে আমলাদের পেট ভর্তি করানো আর দেশে বেকার তৈরির কারখানার সিস্টেম চালু রাখা হয়েছে তা কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি। বছরের পর বছর ধরে শুধু এমপিও ভুক্ত করা হচ্ছে কিন্তু জাতীয়করণ এর কোন কথা বার্তা নেই। তাই এমপিওভুক্ত শিক্ষকদের গৃহপালিত প্রাণীর মত করে কারা রেখেছে এর পিছনে কোন রহস্য রয়েছে কিনা তা দেখার সকল শিক্ষকদের ঘুম থেকে জাগ্রত হয়ে দেখার সময় হয়েছে।