মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Reajul islam, ১০ এপ্রিল, ২০২৪
বেসরকারি শিক্ষকদের ঈদের বোনাস শতভাগ না পাওয়ায় শিক্ষকদের পরিবারের আনন্দের পরিবর্তনে দুঃখ প্রকাশ করে। কবে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা পাবেন এবং কত বছর অপেক্ষা করতে হবে।।
Md. Ataur Rahman, ০৮ এপ্রিল, ২০২৪
যে পরিমাণ উৎসব ভাতা পাওয়া গেছে, তা বাসায় আসার আগেই শেষ। সবাই ঈদের সালামি চাইছে তাই ভাবছি আপাতত লাপাত্তা হবো কি না।
পিয়াল সরকার, ০৮ এপ্রিল, ২০২৪
তাহলে একবার অনুভব করুন ২০/২৫ বছর ধরে ননএমপিও শিক্ষকদের অবস্থা কেমন হতে পারে।
Md Ibrahim Pathan, ০৮ এপ্রিল, ২০২৪
এমপিওভুক্ত শিক্ষক মানে সমাজের বুজা কেননা আমাদের কথা কেউ শুনতে চাই না। আমাদের শিক্ষা ভাতা নাই। টিফিন ভাতা নাই। উৎসব ভাতা নামে মাত্র। ভাগ্যিস ওরা কিছু দিয়ে ছিল আর না হয়ত.......,!
মোঃ আব্দুর রহিম, ০৮ এপ্রিল, ২০২৪
বিশ্বাস ওয়াহিদুজ্জামান স‌্যার আপনাকে ধন্যবাদ। আপনি এমপিও ভুক্ত শিক্ষকদের ১০০% উৎসব ভাতা,সরকারী করণ নিয়ে ,দৈনিক শিক্ষা বার্তায় এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ আনন্দ কিছু বলায় আপনায়কে ধন্যবাদ। (দশপাখিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা,বাঘারপাড়া, যশোর।
Mohammad ullah siddiqui, ০৮ এপ্রিল, ২০২৪
মাদরাসা অধিদপ্তরের আর একটি বড় ধরণের বৈষম্য হল, কোন শিক্ষক একপদে থাকাকালীন সময়ে কয়েক বছর ইনক্রিমেন্ট প্রাপ্ত হয়ে বেতন কিছুটা বৃদ্ধি হলেও পরবর্তী কোন পদে যোগদান করলে উক্ত ইনক্রিমেন্ট কেটে পেলা হয় ফলে অনেক সময় দেখা যায় উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের চেয়েও বেতন কমে যায়,যা চরমদুঃখ জনক। অথচ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে এমনটা করা হয় না। একই শিক্ষা ব্যবস্হা হওয়া সত্বেও দুই অধিদপ্তরে দুই ধরণের নিয়ম হওয়াটা আদোও সমীচীন কিনা?, সার্বিক বিবেচনা করে অর্জিত ইনক্রিমেন্ট বহাল রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর প্রতি আকুল আবেদন রহিল।
মোঃ আব্দুর রহিম, ০৮ এপ্রিল, ২০২৪
বিশ্বাস ওয়াহিদুজ্জামান স‌্যার আপনাকে ধন্যবাদ। আপনি এমপিও ভুক্ত শিক্ষকদের ১০০% উৎসব ভাতা,সরকারী করণ নিয়ে ,দৈনিক শিক্ষা বার্তায় এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ আনন্দ কিছু বলায় আপনায়কে ধন্যবাদ।
মোঃ মঞ্জুর মোর্শেদ, ০৮ এপ্রিল, ২০২৪
এম.পি.ও শিক্ষকদের কোন ইদ আনন্দ নেই। বৃহস্পতিবার ইদ আজো বোনাস তো দূরে থাক; বেতনই পেলাম না।
A. H. M. Faruque Rahman, ০৮ এপ্রিল, ২০২৪
সময়ে সময়ে অনেকেই দাবী করে। অনেক সময় আন্দোলন হয়। কিন্তু আসলে শিক্ষকদের এ বিষয়টা কেউ কোন সময় শুনতে পায় বলে মনে হয় না। প্রত্যেক ঈদের সময এই দাবী ওঠে কিন্তু কর্তৃপক্ষ মনে করে ঈদ চলে গেলেই আবার সব ঠান্ডা হয়ে যাবে। তাই এ নিয়ে কেউ আর ভাবে না। যুগ যুগ ধরে এমনই চলবে বলে মনে হয়।
M A Zaman (Babu), ০৭ এপ্রিল, ২০২৪
ভোট...!!! শিক্ষকদের ভোট এখন আর কোন রাজনৈতিক দল প্রত্যাশা করে না। বিশেষ করে আওয়ামী লীগ। পুলিশ আর প্রশাসনের ভোট হলেই এনাফ !!!
Md Rashedul Islam, ০৭ এপ্রিল, ২০২৪
বেতন বোনাস নেই তো কি হয়েছে, চাকরিটা যে অনেক সম্মানের!!!