মন্তব্য লিখতে লগইন অথবা রেজিস্টার করুন

মন্তব্যের তালিকা

Md. Shahabul Islam, ১৭ এপ্রিল, ২০২৪
মাননীয় স্পিকার, কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশ গড়বে আপনার কথার সাথে সম্পূর্ন একমত, কিন্তু কৃতি শিক্ষার্থী তৈরি করবে যে সব শিক্ষক তাদেরকে অনাহারে,অর্ধাহারে রেখে কি আদোও সম্ভব? আপনার সরকার শিক্ষকদের গার্মেন্টস শ্রমিকদের থেকেও কম সুযোগ সুবিধা দেয়! শহরাঞ্চলের অধিকাংশ পরিবার সচ্ছল, তারপরও সেখানে নামমাত্র বেতন দিয়ে শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করে! কিন্তু গ্রামের খেটে খাওয়া মানুষের সন্তানরা ৩০০/৫০০ টাকা মাসিক বেতনে মাধ্যমিকে পড়ালেখা করে। এই বেতনের টাকা কাদের জন্য নেন? ভাউচার বানিজ্য করে দূর্নীতিবাজ সভাপতি,প্রধান শিক্ষককে খাওয়ার ব্যবস্থা করে দেন? অথচ বেতনের টাকা সরকারি কোষাগারে নিলে শিক্ষকদের এই দৈন্যদশা থাকেনা। শিক্ষকরা মনপ্রাণ উজাড় করে পাঠদান করাতে পারে। সুতরাং স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের আর্থিক, সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে! তা না হলে স্মার্ট বাংলাদেশ শুধু কাগজে কলমে হবে!