অনুরাগ সৃষ্টিই হোক শিক্ষার মূল রহস্য
যে আগ্রাসী পৃথিবীতে আমাদের বসবাস, সেখানে ইস্ট, ওয়েস্ট এবং রেস্ট অভ-এর জীবনমান ভিন্ন। এত ভিন্ন যে, তুলনা করাও কঠিন আর্থিক ও মানসিক দিক দিয়ে। আর্থিক দিকটা হয়তো অ্যাডজাস্ট করা সম্ভব, কিন্তু মানসিক দিকটা পরিপূর্ণভাবে মানিয়ে নেয়া কি সম্ভব? আগেভাগে একটি সারমর্ম না টেনে আসুন জেনে নিতে চেষ্টা করি কিছু