স্কুলে যেতে পারছে না গুচ্ছগ্রামের শিশুরা (ভিডিও)
সুমা, শিমু আর দীন ইসলাম। দুপুরের রোদে ইচিং-বিচিং খেলায় মেতেছে এই শিশুরা। স্কুলে যাবার কোনো তাড়া নেই। কেননা, পটুয়াখালীর বাউফলের রায়সাহেব চরের গুচ্ছ গ্রামটির আশপাশের ৬-৭ কিলোমিটার চর এলাকায় কোনো স্কুল না থাকায় লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না তারা। তাই খেলাধুলা আর দুষ্টুমিতেই কাটে তাদের সারাটা দিন।